‘ধর্ষকদের প্রকাশ্যে গুলি করা উচিত’, উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ কঙ্গনার

মুম্বই: অভিনেত্রী কঙ্গনা রানাউত, রিচা চাড্ডা ও স্বরা ভাস্কার হাথরাস গণধর্ষণে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। রিচা যদিও নির্যাতিতার ন্যায়বিচারের জন্য সওয়াল করেছেন, কঙ্গনা এই ধরনের সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মুম্বই: অভিনেত্রী কঙ্গনা রানাউত, রিচা চাড্ডা ও স্বরা ভাস্কার হাথরাস গণধর্ষণে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। রিচা যদিও নির্যাতিতার ন্যায়বিচারের জন্য সওয়াল করেছেন, কঙ্গনা এই ধরনের সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

কঙ্গনা লিখেছেন: “এই ধর্ষণকারীদের প্রকাশ্যে গুলি কর। প্রতি বছর এরা সংখ্যায় বাড়ছে। এই গণধর্ষণগুলির সমাধান কী? এই দেশের জন্য কি দুঃখজনক এবং লজ্জাজনক দিন। লজ্জা পেলাম আমরা আমাদের মেয়েদের ব্যর্থ করে দিয়েছি।”
 

 

 

রিচা চাড্ডা লিখেছেন: “জাস্টিস ফর হাথরাস ভিকটিম। প্রত্যেকে মর্যাদার সাথে বাঁচার যোগ্য। অপরাধীদের শাস্তি দিন।”
 

 

 

অভিনেত্রী স্বরা ভাস্কর ব্যবহারকারীদের একটি টুইট রিটুইট করেছেন। মূল টুইটে হিন্দি ভাষায় জিজ্ঞাসা করা হয় যে “রিয়া চক্রবর্তী এবং দীপিকা পাড়ুকোন নিয়ে ব্রেকিং নিউজ চালানো টিভি চ্যানেলগুলিও কি হাথরাসের এই গণধর্ষিতাকে একই ধরণের কভারেজ দেবে?” এই টুইটটি রিটুইট করে স্বারা লেখেন, “না”।
 

 

 

একজন প্রবীণ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশের হাতরাসে চার পুরুষ এক কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার কয়েকদিন পর মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে ১৯ বছর বয়সী ওই দলিত তরুণী মারা যান। মেয়েটির পরিবার জানায় যে ভোর তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। ওই তরুণীর অবস্থার উন্নতির লক্ষণ না দেখায় সোমবার আলিগড় থেকে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১৪ সেপ্টেম্বর ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। তার পরে তাঁকে আলিগড়ের এএমইউর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, অভিযুক্তদের ধর্ষণে বাধা দিচ্ছিলেন ওই তরুণী। ফলে তাঁকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে অভিযুক্তরা। এর পর নির্যাতিতা তাঁর জিহ্বা কামড়ান। সেখানেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। ইতিমধ্যেই ওই চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =