দৃষ্টিশক্তি হারাতে চলেছেন গায়িকা পরমা? পোস্ট কোভিডে বিভীষিকা

দৃষ্টিশক্তি হারাতে চলেছেন গায়িকা পরমা? পোস্ট কোভিডে বিভীষিকা

b8112170397d5f8cc30cc9c61474c2dc

কলকাতা: করোনাভাইরাস আক্রান্ত হবার পর বেশ কিছু দিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাইরাস সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়ায় এখন গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। পরিস্থিতি এমন হয়েছে যে চোখের সংক্রমণে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি। এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে নিজেই সাধারণ মানুষকে সতর্ক করতে পোস্ট করেছেন গায়িকা পরমা। করোনা ভাইরাস সংক্রমণ এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কী ভাবে শরীরের ক্ষতি হতে পারে তার বর্ণনা করেছেন তিনি। এমনকি পরমা নিজে জানিয়েছেন যে তার এক চোখের দৃষ্টিশক্তি ৮০ শতাংশ চলে গিয়েছে! 

ফেসবুক পোস্ট করে গায়িকা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণকে কেউ যেন হাল্কা ভাবে নেবেন না কারণ, এটি হয়তো কাউকে প্রাণে বাঁচিয়ে দেবে কিন্তু শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট করে দেবে। পরমা বলছেন, গত শুক্রবার থেকে তিনি তাঁর বাঁ চোখে ঝাপসা দেখছিলেন, রবিবারের মধ্যে সেই চোখের প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তি চলে গিয়েছে। তাঁর কথায়, কোনরকম চোখ ব্যথা হওয়া বা চোখ থেকে জল পড়ার মতো ঘটনা ঘটেনি। শুধুমাত্র চোখ একটু ভারী ভারী মনে হচ্ছিল তাঁর। তার পরেই বোঝা যায় যে তার এক চোখের দৃষ্টিশক্তি ক্ষয় হয়েছে। এরপরে তিনি সময় নষ্ট না করে শহর কলকাতার খ্যাতনামা রেটিনা সার্জেন্ট চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন। এখন একাধিক পরীক্ষা করতে হবে তাঁকে বলে জানাচ্ছেন পরমা। যদিও পরমার পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ার কারণে আপাতত ভয়ানক অবস্থার কোনো কারণ হয়নি। আগামী কয়েকদিন চিকিৎসা চলার পর তিনি আবার দৃষ্টিশক্তি আগের মতোই ফিরে পাবেন বলে আশা।

আরও পড়ুন:  ত্রিপল কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না শুভেন্দু

নিজের বক্তব্য বলার সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছে তাঁর একটি চোখে ব্যাণ্ডেজ করা রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, করোনা ভাইরাস সংক্রমণ পরবর্তী ভিকেএইচ সিনড্রোম নামের এক অসুখে ভুগছেন গায়িকা। এর কারণে সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে যেতে পারে তাঁর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *