ত্রিপল কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না শুভেন্দু

ত্রিপল কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না শুভেন্দু

81f183dd4c5a1235dd697187852e455f

 

কলকাতা: ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টিপল কেলেঙ্কারির দায়ে এফআইআর দায়ের হয়েছে বলে খবর৷ ওই এফআইআর থেকে নিজেকে অব্যাহতি চেয়ে মামলার আবেদন জানানো হয়৷ সঙ্গে রয়েছে রক্ষাকবজ আবেদন৷

শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী শুক্রবার আদালতে জানান, শুভেন্দুর অফিসে কিছু লরি জোরকরে ঢোকানো হয়৷ তাতে কি আছে আবেদনকারী জনতেন না৷ তবে যশের জেরে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য টিপল আসার কথা ছিল সরকারের পক্ষ থেকে৷ এই ঘটননার অভিযোগ দায়ের হয় কন্টাই থানায়৷ নাম জোড়ায় শুভেন্দু অধিকারীর৷ এর সঙ্গে প্রতাপ দে ও হিমাংশু মান্নার নাম আছে ওই অভিযোগে৷ প্রতাপকে গ্রেফতার করে পুলিশ৷

সরকারি কৌশলী আছে বিচারপতি জানতে চান, এই মামলার তদন্ত কতদূর এগিয়েছে৷ সরকারপক্ষের কৌঁসুলিরা জানান, তদন্ত এখনও চলছে৷ এক জন গ্রেফতার করা হয়েছে৷ একজন বেপাত্তা৷ মামলার কেস ডায়েরি এসেছে৷ এরপর মামলায় আরও খানিকটা সময় চেয়ে নেওয়া হয়৷ সোমবার মামলার শুরুর জন্য আর্জি জানানো হয় আদালতের কাছে৷ পরপর সব পক্ষের মতামত শোনার পর মামলার পরবর্তী শুনানি পিছিয়ে রাখা হয় আগামী মঙ্গলবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *