বাংলাদেশ থেকে আসছে অশালীন মেসেজ, হাই কমিশনের দ্বারস্থ শ্রাবন্তী

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে আলোচনা আর সমালোচনা বর্তমান দিনে স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঝেমাঝেই সেই আলোচনা ও সমালোচনা মারাত্মক পর্যায়ে পৌঁছয়। সম্প্রতি তার শিকার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে শ্রাবন্তীকে বাংলাদেশের কয়েকজন ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে বলে অভিযোগ। এই নিয়ে তিনি বাংলাদেশ হাই কমিশনের রিপোর্ট করলেন অভিনেত্রী।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে আলোচনা আর সমালোচনা বর্তমান দিনে স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঝেমাঝেই সেই আলোচনা ও সমালোচনা মারাত্মক পর্যায়ে পৌঁছয়। সম্প্রতি তার শিকার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে শ্রাবন্তীকে বাংলাদেশের কয়েকজন ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে বলে অভিযোগ। এই নিয়ে তিনি বাংলাদেশ হাই কমিশনের রিপোর্ট করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: “জীবন বদলে দিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ”, স্বীকারোক্তি 'এক্সটেনশন' অভিনেতা রুদ্রাক্ষ

বাংলাদেশের কয়েকটি নম্বর থেকে তাঁর কাছে অশ্লীল মেসেজ আসছিল বলে অভিযোগ করেন শ্রাবন্তী। অভিনেত্রী বলেছেন, হোয়াটসঅ্যাপে তাঁকে কয়েকটা নম্বর থেকে বিরক্ত করা হত। সেই নম্বরগুলি থেকে তাঁকে অশালীন মেসেজ করা হচ্ছিল। এ ছাড়াও তাঁকে ফোন নম্বরে ভারতের নামে গালমন্দ করা হত বলে অভিযোগ। ঘটনাটি কিছুদিন ধরেই ঘটছিল। কিন্তু প্রথম দিকে অভিনেত্রী তেমন পাত্তা দেননি। ফোন নম্বরগুলি ব্লক করে দেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। ক্রমাগত একই ঘটনা চলতে থাকায় ও তা ক্রমশ বাড়তে থাকায় তিনি কার্যত বাধ্য হয়েই কমিশনে রিপোর্ট করেন। 

আরও পড়ুন: একসঙ্গে বসে মাদক নিতেন! রিয়ার বয়ানের ভিত্তিতে সারাকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় NCB'র?

শ্রাবন্তী জানিয়েছিলেন একাধিক নম্বর থেকে তাঁর কাছে ফোন আসত। তাই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তাঁর স্বামী রোশনও এই ব্যাপারে তাঁর পাশে রয়েছেন বলে জানিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে যে সব ঘটনা ঘটেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই এই পদক্ষপ গ্রহণ করেন তিনি। তাঁর মতে, একজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে বাকিরাও বুঝতে পারবে। তারাও আর এমনটা করার সাহস পাবে না। যারা এইসব কাণ্ডকারখানা ঘটচ্ছেন, তাদেরও তো বাড়িতে মেয়েরা রয়েছেন। তা সত্ত্বেও এমন কাণ্ড কীভাবে ঘটাচ্ছে তারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =