মুম্বই: ক্রিস হেমসওয়ার্থের বিপরীতে নেটফ্লিক্স অ্যাকশন ফিল্ম 'এক্সট্রাকশন'-এ অভিষেক হয়েছিল ভারতীয় অভিনেতা রুদ্রাক্ষ জয়সওয়ালের। সম্প্রতি তিনি বলেছেন যে 'থর' তারকার সঙ্গে কাজ করা তাঁর জীবনকে বদলে দিয়েছে। এক সাক্ষাৎকারে রুদ্রাক্ষ বলেছেন যে চিত্রগ্রহণ শেষ হওয়ার পর এবং 'এক্সট্রাকশন' মুক্তি পাওয়ার পরে হেমসওয়ার্থ তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
আরও পড়ুন: একসঙ্গে বসে মাদক নিতেন! রিয়ার বয়ানের ভিত্তিতে সারাকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় NCB'র?
তিনি বলেন, “এক্সট্রাকশন করার আগে আমার জীবনটা অনেক আলাদা ছিল। আমাকে স্কুলে হেনস্তা করা হত। সবাই আমাকে টেনে নামানোর চেষ্টা করত এবং প্রতিদিন আমি এই কারণে ঘরে কান্নাকাটি করতাম।” রুদ্রাক্ষ ক্রিস সম্পর্কে এক বিদেশি সংবাদমাধ্যমকে বলেছেন, “এই যাত্রার মধ্য দিয়ে তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। যদি আমি আটকে যেতাম বা পরামর্শের প্রয়োজন হত, আমি সর্বদা তাঁর কাছে পৌঁছে যেতাম। তিনি আমার আদর্শ। তিনি সর্বদা আমার মধ্যে সেরাটা আনার চেষ্টা করতেন। তিনি আমার অভিনয়ের কৌশলগুলি উন্নত করতে এবং আমার কথোপকথন, ভয়েস সংশোধন এবং লাইনের মধ্যে বিরতি দেওয়ার শিল্প শিখিয়েছিলেন।”
আরও পড়ুন: ২ বছরের প্রেমের পরিণতি, বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন পুনম পাণ্ডে
স্যাম হারগ্রাভ পরিচালিত এবং জো এবং অ্যান্টনি রুসো প্রযোজিত 'এক্সট্রাকশন' মুক্তির পর সেটি প্রথম মাসে ছিল সর্বাধিক দেখা নেটফ্লিক্সের অরিজিনালসের একমাত্র ছবি। এই অ্যাকশন ছবিটি ৯৯ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট থেকে ক্লিক করে দেখা হয়েছিল। এরপরই মনে করা হচ্ছে এই ছবির সিক্যুয়েল তৈরি করা হবে। হেমসওয়ার্থ এই ছবিতে টাইলার রকের চরিত্রে অভিনয় করেছেন। মুম্বইয়ের এক মাদকের মালিকের ছেলেকে উদ্ধার করার কাজ হাতে নেয় এই টাইলার। এই নিয়েই ছবির গল্প। রুদ্রাক্ষ অভিনয় করেন মুম্বইয়য়ের মার পাতারকারী চক্রের মালিকের ছেলের চরিত্রে। রুদ্রাক্ষ ছাড়াও ছবিতে আরও অনেক ভারতীয় অভিনেতা অভিনয় করেন। তাঁদের মধ্যে ছিলে প্রিয়াংশু পেইনুলি, রণদীপ হুডা, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।