Aajbikel

অটোগ্রাফে শেহনাজ লিখলেন ‘সিড-নাজ’ ! চোখে জল অনুরাগীদের

 | 
সিদ্ধার্থ শেহনাজ

মুম্বই: ছোট পর্দায় তিনি সফল৷ আপাতত সলমান খানের হাত ধরে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল৷ ভাইজানের 'কাভি ঈদ কাভি দিওয়ালি' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। এরই মধ্যেই 'উমং' উৎসবে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।  গোলাপী পোশাকে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী৷ নানা কারণে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন শেহনাজ৷ আরও একবার তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা৷ সম্প্রতি অটোগ্রাফ দেওয়ার সময় নিজের নামের সঙ্গে জুড়ে দেন 'সিড' অর্থাৎ সিদ্ধার্থ শুক্লার নাম৷ এর পর থেকেই ভাইরাল সেই ভিডিয়ো৷ 

আরও পড়ুন- নিজের নামই বদলে দিলেন উরফি! হঠাৎ কি হল?


শোনা যায়, সিদ্ধার্থের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল শেহনাজের৷ গোপনেই চলছিল প্রস্তুতি৷ বিগ বস ১৩-র সেট থেকে আলাপ দু’জনের৷ সেখান থেকেই প্রেম৷ কিন্তু সিদ্ধার্থের আচমকা মৃত্যু অনেকটাই বদলে দেয় শেহনাজের জীবন৷ সিডকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী৷ ধীরে ধীরে নিজেকে সামলে ফের ফিরেছেন কর্মজগতে৷ সিদ্ধার্থ আর শেহনাজ জুটিকে ভালোবেসে অনুরাগীরা নাম দিয়েছিলেন ‘সিড-নাজ’৷ নেটিজেনদের খুব কাছের জুটি হয়ে উঠেছিলেন তাঁরা৷ এদিন অটোগ্রাফ দেওয়ার সময় নিজের নাম লেখার পর নীচে লেখেন ‘সিড-নাজ’৷ অটোগ্রাফের সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার৷ তাঁর অকাল প্রয়াণে যেন কুল হারিয়েছিলেন শেহনাজ৷ সিডের অন্তিম যাত্রায় শেহনাজ এসেছিলেন বিধ্বস্ত হয়ে৷ শেহেনাজের সেই অবস্থা দেখে চোখে জল এসেছিল সিড-নাজ ভক্তদের। অনেক কষ্টে নিজেকে সেই অবস্থা থেকে বার করে এনেছেন অভিনেত্রী৷ মন দিয়েছেন কাজের দিকে। 


সম্প্রতি একজন 'সিডনাজ' ভক্ত তাঁর সঙ্গে দেখা  করে একটি অটোগ্রাফ চান। অটোগ্রাফ দেওয়ার সময় অভিনেত্রী উপরে 'সিড' এবং নীচে লেখেন 'নাজ'৷ তাঁদের একজন অনুরাগী একটি টুইটে এই ভিডিয়োটি পোস্ট করেন৷ সেখানে একটি আবেগঘন ক্যাপশনও দেন তিনি৷ যা দেখে আবেগতাড়িত নেটিজেনরা৷ 

Around The Web

Trending News

You May like