Aajbikel

নিজের নামই বদলে দিলেন উরফি! হঠাৎ কি হল?

 | 
উরফি

মুম্বই: বিগ বস ওটিটি থেকে খ্যাতির শিখরে রয়েছেন উরফি জাভেদ৷ এর পর থেকে তিনি বারে বারে শিরোনামে এসেছেন৷ তবে অধিকাংশ ক্ষেত্রেই উদ্ভট পোশাকের জন্য৷ এর জন্য যেমন তিনি অনুরাগীদের ভালোবাসা কুড়িয়েছেন৷ তেমনই ট্রোলডও হয়েছেন৷ যদিও কোনও সমালোচনাই উরফির ফ্যাশন স্টেটমেন্ট পাল্টাতে পারেনি৷ তিনি আছেন নিজের খেয়ালে৷ তবে আরও একবার শিরোনাম কাড়লেন সোশ্যাল মিডিয়া সেনশেসন৷ তবে পোশাকের জন্য নয়৷ নিজের নাম পাল্টে৷ হ্যাঁ, নিজের নামের বানান পাল্টে ফেললেন উরফি জাভেদ৷ উরফি থেকে তিনি হলেন উওরফি৷ 

আরও পড়ুন- কেকে অতীত, এবার গান চুরির অভিযোগ রূপঙ্করের নামে! সরব ইউটিউবার


নিজের নাম বদলের খবর দিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই ইনস্টা স্টোরি-তে তিনি লেখেন, 'বন্ধুরা, আমি আনুষ্ঠানিকভাবে আমার নাম পরিবর্তন করেছি। এটি উরফির মতোই উচ্চারিত হবে! শুধু বানানে খানিক পরিবর্তন এসেছে। আমি চাই এখন থেকে আমার নাম লেখার সময় সবাই সচেতন থাকুক, যাতে আমিও সচেতন থাকি (মাঝে মাঝে ভুলে যাই)৷ ধন্যবাদ৷ উওরফিকে ভালোবাসুন।' 


হঠাৎ কেন এই নাম পরিবর্তন? যদিও এই বিষয়ে এখনও খোলসা করে কিছু বলেননি অভিনেত্রী। এই নাম পরিবর্তনের পিছনে সংখ্যাতত্ত্ব থাকতে পারে বলে জল্পনা করছেন অনেকে। কারণ অনেক সময়েই সেলিব্রিটিরা সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করে নিজেদের নাম পরিবর্তন করে দেন। 

Around The Web

Trending News

You May like