ফার্ম হাউজে রাত্রিবাস, বিদেশ ভ্রমণ! সুশান্ত-সম্পর্ক গভীর হলেও মাদকে ‘স্পিকটি নট’ সারা

ফার্ম হাউজে রাত্রিবাস, বিদেশ ভ্রমণ! সুশান্ত-সম্পর্ক গভীর হলেও মাদকে ‘স্পিকটি নট’ সারা

মুম্বই: সুশান্ত সিং মৃত্যু মামলায় মাদক যোগে সমন পাঠানো হয়েছিল সইফ-কন্যা সারা আলি খানকে৷ নারকোটিক্স কনট্রোল ব্যুরোর অফিসারদের জেরার মুখে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন সারা৷ ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবিতে সুশান্তের বিপরীতে নায়িকার ছবিতে অভিনয় করেছিলেন নবাব-কন্যা৷ সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে বি-টাউনে শুরু হয়েছিল কানাঘুষো৷ যদিও সেই সময় নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই৷ 

আরও পড়ুন- মাত্র ৩দিনেই স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নিলেন  পুনম পাণ্ডে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক সপ্তাহ পর তাঁদের অতীত সম্পর্কের কথা ইনস্টাগ্রামে ফাঁস করেন অভিনেতার বন্ধু স্যামুয়েল হাওকিপ৷ পরে অবশ্য সুশান্ত ও সারার ব্রেকআপ হয়ে যায়৷ শনিবার এনসিবি অফিসারদের সামনে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা নিজের মুখে কবুল করে নেন সারা৷ এমনকি তিনি মাঝেমধ্যেই সুশান্তের ক্যাপ্রি হাইটস’ আবাসনে যেতেন বলেও জানান অভিনেত্রী৷ সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথাও তিনি স্বীকার করে নেন৷ সারা আরাও জানান, একাধিকবার সুশান্তের লোনাভালা ফার্ম হাউজেও গিয়েছেন তিনি৷ তবে মাদক নেওয়ার কথা অস্বীকার করেন নবাব-কন্যা৷ সারা বলেন, তিনি মাঝে মধ্যে ধূমপান করলেও, কোনও দিন মাদক নেননি৷ মাদক নিতেন সুশান্ত৷ মাদক কারবারি করমজিৎ সিং ওরফে কেজে-র ব্যাপারেও এদিন প্রশ্ন করা হয় সারাকে। করমজিৎ দু’বার পার্সেল করে ড্রাগস পাঠিয়েছিল বলে অভিযোগ৷ কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অভিনেত্রী। এমনটাও অভিযোগ ওঠে যে, সারা এবং রিয়া নাকি একই সঙ্গে বসে ড্রাগস নিতেন৷ এ বিষয়েও জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু এদিনের জেরায় এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সারা আলি খান।

আরও পড়ুন- মাদককাণ্ডে দীপিকা, সারা, শ্রদ্ধাদের মোবাইল বাজেয়াপ্ত করল এনসিবি

সারা আলি খান ছাড়াও সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এনসিবি অফিসারদের জেরার মুখে পড়তে হয়েছে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকেও৷ ফ্যাশন ডিজাইনার সিমোনে খাম্বাট্টাকেও জেরা করছে এনসিবি৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে গ্রেফতার রিয়া চক্রবর্তীকে জেরা করেই উঠে আসে সারা আলি খান, রকুল প্রীত এবং সাইমনের নাম৷ কয়েক দিন আগে প্রকাশ্যে আসে দীপিকা আর শ্রদ্ধা কাপুরের ড্রাগ চ্যাট৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =