আইসোলেশনে গেলেন ভাইজান, উদ্বিগ্ন সলমন ভক্তরা

আইসোলেশনে গেলেন ভাইজান, উদ্বিগ্ন সলমন ভক্তরা

মুম্বই: সেলফ আইশোলেশনে বলিউড তারকা সলমন খান৷ তাঁর গাড়ির চালক ও দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ার পরই ১৪ দিনের জন্য আইসোলেশনে গেলেন ভাইজান৷ আপাতত বাড়িতেই থাকবেন তিনি৷ জানা গিয়েছে, আগামী দুই সপ্তাহ ঘরবন্দি থাকবেন তাঁর পরিবারের বাকি সদস্যরাও৷ সলমন খানের গাড়ির চালক ও দুই কর্মীকে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই খবরে স্বভাবতই মন খারাপ সলমনের  ভক্তদের৷ 

আরও পড়ুন- ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল’, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ভাইজান আইসোলেশনে যাওয়ার জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৪’-র শ্যুটিং কী ভাবে হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে৷ এদিকে সামনেই সলমনের মা সালমা খান ও বাবা সেলিম খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান৷ প্রতিবারের মতো এবারও তাঁদের বিবাহবর্ষিকী ধুমধাম করে পালন করার অপেক্ষায় ছিল গোটা পরিবার৷ কিন্তু আচমকা কোভিড হানায় ভেস্তে যেতে বসেছে সেই অনুষ্ঠানও৷  

লকডাউন শুরু হওয়ার পর গত মার্চ মাস থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে পানভেল ফার্মহাউজেই ছিলেন সলমান খান৷ বেশ কিছু দিন তাঁদের সঙ্গে কাটিয়েছিলেন বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজ৷ এই সময়ের মধ্যে তিনি মিউজিক ভিডিয়ো ‘প্যায়ার করোনা’, ‘তেরে বিনা’ এবং ‘ভাই ভাই’-এর শুটিং করেন তিনি৷ সম্প্রতিই শেষ হয়েছে প্রভু দেবার ‘রাধে: ইউ মাস্ট ওান্টেড ভাই’ ছবির কাজ৷ এই ছবির কাজ শেষ করেই বিগ বস-এর শুটির ফ্লোরে ফিরেছিলেন এই বলিউড তারকা৷ রাধে ছবিতে সলমনের বিপরীতে রয়েছে দিশা পাটানি৷ ইদের সময় এই ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু করোনা প্যান্ডেমিকের জেরে ছবির কাজ পিছিয়ে যায়৷ 

আরও পড়ুন- শুধু দাপুটে অভিনেতা নন, চিত্রশিল্পীও ছিলেন সৌমিত্র

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে গত মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার পরেই পানভেল ফার্ম হাউজে চলে গিয়েছিলেন সলমন৷ তাঁর গাড়ির চালক ও দুই কর্মী কোভিড আক্রান্ত হওয়ার পর গ্যালাক্সির অন্য বাসিন্দারাও নিজেদের আইসোলেশনে রেখেছেন বলে খবর৷ তবে সলমন সুস্থ আছেন বলেই জানা গিয়েছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =