নয়াদিল্লি: কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে৷ তাঁর মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ৷ শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন বাংলা, হিন্দি এবং ইংরেজি-তিনটি ভাষাতেই টুইট করে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রে অপূরীয় ক্ষতি হয়ে গেল বলেই উল্লেখ করলেন তিনি৷
আরও পড়ুন- শুধু দাপুটে অভিনেতা নন, চিত্রশিল্পীও ছিলেন সৌমিত্র
এদিন বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।’’ তাঁর মৃত্যুতে একটা সুবর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি হল৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ টুইট করে শাহ বলেন, ‘‘কিংবদন্তী অভিনেতার মৃত্যু সংবাদে মার্মাহত৷ বাংলা চলচ্চিত্রকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এই আইকনিক অভিনেতা৷ সৌমিত্রদার প্রয়াণে এক নক্ষত্রকে হারাল রুপোলি পর্দা৷ তাঁর পরিবার ও অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই৷ ওঁ শান্তি শান্তি শান্তি৷’’ শ্রদ্ধা জানান বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও৷
আরও পড়ুন- মঞ্চে দুর্দান্ত অভিনয়, তবে পর্দায় অভিষেকের পথ সুগম হয়নি শিশির ভাদুড়ির ছাত্র সৌমিত্রর
দীর্ঘ পাঁচ সপ্তাহ লড়াইয়ের পর এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ অক্টোবর মাসে কোভিড আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি৷ কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁকে রাখা হয় নন-কোভিড ইনটেনসিভ ট্রমা ইউনিটে৷ শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে৷ শনিবারই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন ‘অলৌকিক’ কিছু না হলে, তাঁকে ফেরানো সম্ভ নয়৷ রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷