কলকাতা: কলকাতার নজরুল মঞ্চে কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র শোয়ের ঠিক আগের দিন ফেসবুক লাইভে এসে শিল্পীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচি৷ যে মন্তব্যে কেকে-র অনুরাগীরা বিরক্ত হয়েছিল, কৃষ্ণকুমারের মৃত্যুর পর সেটাই বদলে যায় রোষানলে৷ কার্যত রূপঙ্করকে বয়কট করে দেন এক শ্রেণির মানুষ৷ কেকে-র মৃত্যুর ১০ দিন পরেও রূপঙ্করের মন্তব্য নিয়ে তোলপাড় নেটপাড়া৷ কেকে-র মৃত্যুর পর অবশ্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন রূপঙ্কর৷ কিন্তু, তাতে বরফ গলেনি৷ বহু পরিচালক ও সঙ্গীত শিল্পী রূপঙ্করের মন্তব্যের তীব্র বিরোধিতা কেরেছেন৷ ইন্ডাস্ট্রির একাংশ তাঁকে বয়কটও করেছে৷ এত বিতর্ক, সমালোচনা, বয়কটের মাঝেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন প্রযোজক রানা সরকার৷ পরের ছবিতে রূপঙ্কর বাগচিকে দিয়ে গান গাওয়ানোর কথা ঘোষণা করলেন তিনি৷
আরও পড়ুন- অকথ্য অত্যাচার, জোর করে সঙ্গম! জনি-অ্যাম্বার মামলায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য
এদিন সোশাল মিডিয়া পোস্টে রানা বলেন, ‘‘আমি রূপঙ্করকে বয়কট করছি না৷ আমি হিন্দি গান ভালোবাসি, বাংলা গান আরও বেশি ভালোবাসি৷ আমি অন্য বাংলা গানের পাশাপাশি রূপঙ্করদার গানও শুনতে ভালোবাসি৷ আমার মনে হয়, রূপঙ্করদা বাংলা সংগীত জগতের এক সম্পদ৷ তাই রূপঙ্করদা-কে দিয়ে আমাদের পরের ছবিতে একটা গান গাওয়াবো যদি উনি গাইতে চান…।” প্রসঙ্গত, রানা সরকারের বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে৷ যার মধ্যে রয়েছে লহ গৌরাঙ্গ রে৷
রানা সরকার প্রযোজিত ‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমু কেমন তুমি’ গানের জন্যেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর৷ রানার কথায়, ‘‘শিল্পীর বিচার হয় তাঁর শিল্প দিয়ে৷ ব্যক্তিগত জীবন দিয়ে নয়৷ আর রূপঙ্করদা’র কথা শুনে তো আর কেকের মৃত্যু হয়নি৷ তাছাড়া নিজের মন্তব্যের জন্য উনি ক্ষমাও চেয়েছেন৷ আমার ছবিতে রূপঙ্করদা’কে দিয়ে একটা গান গাওয়াব৷’’ প্রসঙ্গত, কলকাতায় কেকে-র শো’র আগে কটাক্ষ করে রূপঙ্কর বলেছিলেন, ‘হপ ইজ কেকে ম্যান’’৷ যার জন্য তাঁকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়৷
এদিকে, একটি নামী কেক প্রস্তুতকারক সংস্থার জন্য বিজ্ঞাপনী ‘জিঙ্গল’ গেয়েছিলেন রূপঙ্কর। কেকে-কে নিয়ে রূপঙ্করের কটাক্ষের ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই ওই কেক প্রস্তুতকারক সংস্থাকে বয়কটের দাবি তোলেন বহু মানুষ। তড়িঘড়ি সংস্থার তরফে লিখিত ভাবে জানানো হয়, ‘গায়ক রূপঙ্কর বাগচির মন্তব্যে আমরা বিশেষ ভাবে দুঃখিত। রূপঙ্কর যা বলেছেন, সেই মন্তব্যের সঙ্গে আমরা সহমত নই। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব।’ গত ১ জুন বিজ্ঞাপন জিঙ্গল তুলে নেয় ওই কেক প্রস্তুতকারী সংস্থা৷ যেটি কেবল রেডিয়োতে চলত৷ আগামী দিনে অন্য জিঙ্গল আনার চিন্তাভাবনা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ৷ এর পরেই নাকি যাদবপুরের একটি নামী রেস্তোরাঁ রূপঙ্করের গান বয়কট করে বিজ্ঞপ্তি দেয়৷ পরে অবশ্য খবরটি ভুয়ো বলে জানা যায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>