কলকাতা: নিজের মন্তব্যের জন্য সকলের সামনে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি৷ কিন্তু, কিছুতেই যেন পিছু ছাড়ছে না বিতর্ক৷ কেকে-বিতর্কে বিধ্বস্ত শিল্পী রূপঙ্কর বাগচি৷ প্রাণের শহরে এসে আচমকা কেকে-র চলে যাওয়ার পর আরও প্রকট হয়ে উঠেছে ‘বয়কট রূপঙ্কর বাগচি’ ট্রেন্ডটা৷ সেই রেশ ধরেই এবার সিনেমা থেকেও বাদ পড়লেন তিনি৷ তাঁর জায়গায় গান গাইবেন গোটা দেশের হার্টথ্রব অরিজিৎ সিং৷
আরও পড়ুন- যেন কোনও ‘ঈশ্বরী’! স্ফীত উদরে হাত রেখে সন্তানের অপেক্ষায় লাস্যময়ী সোনম
‘প্রথম বারে প্রথম দেখা’- নামে একটি বাংলা ছবির জন্য ইতিমধ্যেই গান রেকর্ড করে ফেলেছিলেন রূপঙ্কর। তবে জানা যাচ্ছে, তাঁর গাওয়া গানটি ছবিতে ব্যবহার করা হবে না৷ বদলে ওই একই গান বাংলার আরেক শিল্পী অরিজিৎকে দিয়ে গাওয়ানোর ভাবনা-চিন্তা করা হচ্ছে৷
যদিও কেকে-বিতর্কে না জড়িয়ে গান বাতিলের নেপথ্য কারণ হিসাবে অন্য কারণ দর্শিয়েছেন ‘প্রথম বারে প্রথম দেখা’ ছবির পরিচালক আকাশ মালাকার৷ এক বাংলা সংবাদমাধ্যমকে চিনি বলেন, ‘‘আমাদের ছবির জন্য রূপঙ্করদাকে দিয়ে একটা গান গাওয়ানো হয়েছিল। কিন্তু, এই গল্পটা কিশোর-কিশোরীদের নিয়ে৷ তাই যখন সম্পাদনার টেবিলে বসলাম তখন মনে হল গানটা ভালো মানাচ্ছে না। রূপঙ্করদার গলা বয়ষ্ক মনে হচ্ছে। আর সেই কারণেই অরিজিৎ সিংকে দিয়ে আবার গানটি রেকর্ড করার কথা ভাবা হচ্ছে।’’
পরিচালক অন্য কারণ উল্লেখ করলেও, টলিপাড়ার অন্দরে গুঞ্জন, জনতার রোষে থাকা রূপঙ্করকে দিয়ে গান গাওয়াতে ভয় পাচ্ছেন পরিচালক৷ সেক্ষেত্রে ছবিটিও বয়কট করা হতে পারে বলে আশঙ্কা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>