Aajbikel

যেন কোনও ‘ঈশ্বরী’! স্ফীত উদরে হাত রেখে সন্তানের অপেক্ষায় লাস্যময়ী সোনম

 | 
সোনম

মুম্বই: আর কিছু দিনের অপেক্ষা৷ মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর৷ তার আগে অন্তঃসত্ত্বা সোনম ধরা দিলেন ভিন্ন রূপে৷ তিনি যেন কোনও মায়ানগরীর ‘ঈশ্বরী’৷ 

আরও পড়ুন- ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী, উদ্বিগ্ন ভক্তকুল


গোলাপি আভায় মোড়া  সাদা ঝালর উড়ছে। জড়োয়া ও মুক্তর কারুকাজে সাটিনের পোশাকে সোনম যেন মোহময়ী৷ পোশাকের কিছু অংশ এমন ভাবে মেলে ধরা হয়েছে, যেন কোনও স্বর্গোদ্যান। আর তাতে আপন খেয়ালে দাঁড়িয়ে এক ‘ঈশ্বরী’। ৯ জুন ছিল অভিনেত্রীর জন্মদিন৷ সেই উপলক্ষে একটি ফটোশ্যুটের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানেই ঈশ্বরীর সাজে দেখা গিয়েছে হবু মা সোনমকে। অন্তঃসত্ত্বা নায়িকা তাঁর স্ফীত উদরে হাত রেখে পরীর সাজে দাঁড়িয়ে রয়েছেন৷ পিছনে এক স্থাপত্যের কারিকুরি। মাতৃত্বকালীন রূপও যে এত সুন্দর, তা সোনমকে না দেখলে হয়তো বোঝাই যেত না! ৩৭ বছরের অভিনেত্রীর দিক থেকে যেন চোখ সরানো সরছে না ভক্তদের৷ 


বলিউডের দুই খ্যাতনামী ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা সোনমের এই বিশেষ ছবিটি শেয়ার করেছেন। ছবির সঙ্গে লিখেছিলেন দীর্ঘ শুভেচ্ছাবার্তা। প্রসঙ্গত, সোনম গর্ভাবস্থার তৃতীয় ধাপে রয়েছেন৷ আর কিছু দিনের মধ্যেই  অভিনেত্রীর কোল আলো করে চলে আসবে তাঁর ও আনন্দ আহুজার সন্তান৷ সম্প্রতি সন্তান আগমন উদ্‌যাপনে তাসকানি উড়ে গিয়েছিলেন এই তারকা দম্পতি। 

Around The Web

Trending News

You May like