Aajbikel

ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী, উদ্বিগ্ন ভক্তকুল

 | 
ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী, উদ্বিগ্ন ভক্তকুল

মুম্বই: মহিমা চৌধুরী, নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। পরদেশ, দিল হে তুমারা, দিল কেয়া করের মত জনপ্রিয় হিন্দি ছবিতে যার দুর্দান্ত অভিনয় খুব অল্পসময়ের মধ্যেই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। তবে শুধু অভিনয় নয়, মহিমার রূপের মহিমাও নব্বইয়ের দশকে বহু পুরুষকে কুপোকাত করেছে। কিন্তু সেই অভিনেত্রী মহিমা চৌধুরীর সাম্প্রতিক রুপ দেখে কার্যত হতবাক নেটপাড়ার লোকজন। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে মহিমা চৌধুরীর সাম্প্রতিক একটি ছবি। যেখানে তাঁর বিধ্বস্ত রূপ দেখে কার্যত শোরগোল পড়েছে দেশজুড়ে। জানা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের এই উজ্জ্বলতম নক্ষত্র মহিমা। সম্প্রতি ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে অভিনেত্রীর। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মহিমার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা অনুপম খের। বৃহস্পতিবার মহিমা চৌধুরীর ক্যান্সার আক্রান্তের খবরটি তিনিই সর্বসমক্ষে এনেছেন।

সম্প্রতি মহিমা চৌধুরীর এই মারণ রোগে আক্রান্তের খবর প্রকাশ্যে এনে অনুপম খের ইনস্টাগ্রামে লেখেন, অনুপম খেরের জীবনের ৫২৫তম সিনেমায় একটি চরিত্রে অভিনয় করার জন্য তিনি যখন অভিনেত্রীকে ফোন করেছিলেন তখনই অভিনেত্রী জানান যে তিনি স্তনের ক্যান্সারে আক্রান্ত। এর সঙ্গে অভিনেতা আরও জানিয়েছেন সেইসময়ও মহিমা চৌধুরীর মনের জোর এবং সাহস তাকে অভিভূত করেছিল এবং অভিনেত্রী জানিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে যখন মুম্বইতে ফিরবেন ও তখন অনুপম খেরের ওই সিনেমায় কাজ করবেন। এর সঙ্গেই অনুপম খের জানান যে, এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মহিমা। তাঁর কথায়, 'অভিনেত্রী ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।' এর সঙ্গেই বলিউডের অন্যান্য প্রযোজক-পরিচালকদেরও তিনি মহিমাকে আগামীতে আরো কাজ দেওয়ার অনুরোধ করেছেন।

 তবে মনের জোর বহাল থাকলেও ক্যান্সারের কারণে অভিনেত্রীর রূপের ছটা অনেকটাই কমেছে। অনুপম খের সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহিমা চৌধুরীর যে ছবি প্রকাশ করেছেন তাদের দেখা গিয়েছে ক্যান্সারের চিকিৎসার কারণে অভিনেত্রীর মাথার সমস্ত চুল পড়ে গিয়েছেন। এছাড়া অভিনেত্রী আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছেন বলেও দেখা গেছে ওই ছবিতে। কবে রুপ কমলেও মনোবল কোন অংশেই ভাঙেনি তাঁর । আর তাই হাসিমুখেই এই মারণ রোগের সঙ্গে মোকাবিলা করছেন পরদেশের নায়িকা।

Around The Web

Trending News

You May like