বন্ধু যশকে সঙ্গে নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি নুসরত?

বন্ধু যশকে সঙ্গে নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি নুসরত?

 

কলকাতা:  বুধবার সাত সকালে জোড় গুঞ্জন! শোনা যাচ্ছে যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান৷ সব কিছু ঠিক থাকলে হয়তো বৃহস্পতিবার সকালেই সন্তানের জন্ম দেবেন তিনি৷ এই খবরে জোড় জল্পনা ইন্ডাস্ট্রিতে৷ 

আরও পডুন- শরীর মিললেও মন নয়! কেন অশান্তি চরমে পৌঁছেছিল অভিষেক-ঐশ্বর্যর?

প্রসঙ্গত, আগে থেকেই খবর ছিল অগাস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে মা হবেন নুসরত৷ সেই মতো আজ সকালেই নাকি কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন তিনি৷ শুধু তাই নয়, চিকিৎসকের কাছে নুসরতের আবদান, সন্তান জন্মের সময় তাঁর সঙ্গে থাকবেন যশ৷ তবে সেই অনুমতি তিনি পেয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি৷ 

নুসরত

এদিকে যশরতের ইনস্টা স্টোরি বলছে, মঙ্গলবার রাতেও তাঁরা একসঙ্গে বাইরে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন৷ তবে প্রতিবারের মতো এবারেও একসঙ্গে ছবি দেননি৷ কিন্তু পৃথক পৃথক ছবির ব্যকগ্রাউন্ড ছিল এক৷ ছিল একই রেস্তোরাঁর ছবি৷ এমনকী একই রাঁধুনিকে তাঁদের খাবার তৈরি করতেও দেখা যায়৷ ফলে নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে, গতকাল রাতে এক সঙ্গেই খাবার টেবিলে ছিলেন তাঁরা৷ 

আরও পড়ুন- ‘বিগ বসে’র ঘরে উদ্দাম যৌনতা, অন ক্যামেরা সঙ্গম’, বিস্ফোরক দাবি উরফির

প্রসঙ্গত, নুসরত জাহানের সন্তানের বাবা কে তা নিয়ে জল্পনা রয়েছে৷ তবে অনেকেই মনে করছেন যশই নুসরতের হবু সন্তানের বাবা৷ তাঁরা যে একসঙ্গে সময় কাটাচ্ছেন সেটা বুঝতেও নেটিজেনের অসুবিধা হয়নি৷ তবে প্রকাশ্যে এ বিষয়ে সিলমোহর দেননি কেউই৷ বরং মুখে কুলুপ দু’জনেরই৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 18 =