Aajbikel

আবার সেরার সেরা, এবার কোরিওগ্রাফির জন্য ওয়াশিংটনে পুরস্কৃত দক্ষিণী ছবি RRR

 | 
rrr

নয়াদিল্লি: ফের সাফল্যের শিরোনামে দক্ষিণী ছবি RRR (আরআরআর)৷ আরও একবার বিশ্বমঞ্চে মাথা উঁচু হল ভারতের। গানের পর সেরার সেরা এসএস রাজামৌলি ছবির নাচ।

আরও পড়ুন- স্পিকারের চ্যালেঞ্জ গ্রহণ করে সুহানাকে পাশে নিয়ে ‘পাঠান’ দেখলেন শাহরুখ


 

আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পুরস্কার জিতে  শিরোনাম কেড়েছে জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত RRR। গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর কোরিওগ্রাফিতে সিয়াটেল ক্রিটিক্স পুরস্কার জিতে নিল এই ছবি৷ মঙ্গলবার সিয়াটেল ফিল্ম ক্রিটিক্স সংস্থার তরফে এই খবরটি জানানো হয়। সেরা অ্যাকশন কোরিওগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে রাজামৌলির RRR। ওই নাচের স্টান্ট কোরিওগ্রাফ করেছিলেন প্রেম রক্ষিত ও দীনেশ কৃষ্ণণ। সহকারী হিসেবে কাজ করেছেন ভিকি আরোরা, ইভান কোস্তাদিনোভ, নিক পোয়েল ও রাইকো। বিদেশের মাটিতে একের পর এক সম্মানপ্রাপ্তি ক্রমেই বাড়িয়ে দিচ্ছে ছবির অস্কার জয়ের সম্ভাবনা। খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ চড়ছে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মনে৷ 


 

২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলি পরিচালিত দক্ষিণী ছবি ‘RRR’। রামচরণ ও জুনিয়র এনটিআরের দাপুটে অভিনয়ে ভর করে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে এই ছবি। বর্তমানে জাপানে রমরমিয়ে চলছে অ্যাকশনে ভরা দেশাত্মবোধক এই ছবির প্রদর্শন।


যদিও অফিসিয়ালি অস্কারের জন্য এই ছবিটিকে বেছে নেওয়া হয়নি। তবে প্রযোজকদের পক্ষ থেকে ১৪টি বিভাগে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। চলতি মাসের ২৪ তারিখ হবে ভাগ্য নির্ধারণ৷ 

Around The Web

Trending News

You May like