আবেদনে সাড়া, সুশান্ত মামলায় রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফ্রিজ করল আদালত

আবেদনে সাড়া, সুশান্ত মামলায় রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফ্রিজ করল আদালত

মুম্বই:  বছর ঘুরলেও এখনও কিনারা হয়নি সুশান্ত সিং রাজপুত মামলার৷ এরই মধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ডিফ্রিজ’ করার নির্দেশ দিল আদালত৷ অর্থাৎ পুনরায় আর্থিক লেনদেন করতে পারবেন রিয়া৷ 

আরও পড়ুন- আরিয়ানের গ্রেপ্তারির নেপথ্যে কৈলাস বিজয়বর্গীয়ের নাম! NCB-কে খবর দেন তাঁরই ঘনিষ্ঠ!

সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং৷ ঘটনার তদন্তে নেমে ইডি জানায় সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তোলা হয়েছে৷ সেই টাকা সরাসরি রিয়ার ব্যাঙ্কে ঢোকেনি৷ কিন্তু তাঁর আয় ও ব্যয়ের মধ্যে বিশাল তারতম্য দেখার পর রিয়ার অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়৷ অন্যদিকে নিজের অ্যাকাউন্ট এবং ইলেকট্রনিক্স গ্যাজেটস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী৷ সেই আবেদনেই এবার সাড়া দিল আদালত৷ 

সুশান্ত

রিয়া আদালতকে জানান, তিনি পেশায় একজন অভিনেত্রী৷ কোনও কারণ ছাড়াই ১৬ অক্টোবর ২০২০-তে এনসিবি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এফডি সিজ করে৷ এই পদক্ষেপ পক্ষপাতদুষ্ট৷ তাঁর প্রতি এনসিবি’র অবিচার।’  রিয়া তাঁর আবেদনে আরও জানান,  এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই তিনি  বিভিন্ন রকম কর প্রদান করে থাকেন৷ এমনকী এই অ্যাকাউন্টথেকেই তাঁকে কর্মচারীদের বেতন দিতে এবং ছোট ভাইয়ের খরচ চালাতে হয়৷ তাঁর নিজস্ব সমস্ত খরচও তিনি এই অ্যাকাউন্ট থেকেই করে থাকেন৷ 

ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি এনসিবি’র হেফাজত থেকে অ্যাপেলের ম্যাকবুক এবং মোবাইল ফোন ফিরে পাওয়ার আবেদনও জানান৷ রিয়ার সেই আবেদনেও সাড়া দিয়েছে আদালত৷ 

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ৷ তাঁর মৃত্যু রহস্য সমাধানে সম্প্রতি অভিনেতার ডিলিট হওয়া ই-মেল আর সোশ্যাল মিডিয়া পোস্ট ও চ্যাট সম্পর্কিত যাবতীয় তথ্য হাতে পেতে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সিবিআই। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই দাবি করেছিল পুলিশ৷ যা নিয়ে কম বিতর্ক হয়নি৷ এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =