এবার বড় পর্দায় ফুটে উঠবে রানুর জার্নি, বায়োপিকে বিশেষ ভূমিকায় হিমেশ

এবার বড় পর্দায় ফুটে উঠবে রানুর জার্নি, বায়োপিকে বিশেষ ভূমিকায় হিমেশ

কলকাতা:  রানাঘাটের রেল স্টেশন থেকে শুরু হয়েছিল তাঁর লড়াই৷ এক সময় খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি৷ ভাগ্যের ফেরে রানাঘাটের বেগমপাড়া থেকে তিনি গিয়ে পৌঁছন বাণিজ্য নগরী মুম্বইতে৷ সারা দেশের মানুষকে নিজের সুরেলা কন্ঠে মোহিত করেন তিনি৷ সেই রানু মণ্ডলকে নিয়েই এবার সেলুলয়েডে তৈরি হচ্ছে বায়োপিক৷ 

আরও পড়ুন- সিদ্ধার্থের মাথা ছিল তাঁর কোলে, শরীর ঠান্ডা হয়ে এসেছে দেখেই পরিবারের কাছে ছুটে যান শেহনাজ

রানু

হঠাৎ করেই প্রচারের আলোয় চলে আসা রানুর জীবন বদলে গিয়েছিল রাতারাতি৷ এর পর বিশিষ্ট সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গেও কাজ করার সুযোগ পান তিনি৷ শোনা যায় বিদেশ গিয়েও নাকি শো করেছেন রানু৷ কিন্তু এর পর বেশ কিছু মন্তব্যে তাঁকে নিয়ে শুরু হয় ট্রোল৷ জীবন ফিরে আসে রানাঘাটের গলিতে৷ সেই ভাঙাচোরা বাড়িতে বন্দি হয় রানুর জীবন৷ যত দ্রুততার সঙ্গে তাঁর উত্থান হয়েছিল, ততটাই দ্রুত অবনতি ঘটে৷ তবে সম্প্রতি সহদেব ডিরডোর ‘বাচপন কা প্যায়ার’ গেয়ে ফের চর্চায় আসেন রানু৷ সহদেবের সঙ্গে তাঁর জীবনের মিলও রয়েছে৷ সহদেবও উঠে এসেছে দরিদ্র পরিবার থেকে৷ এবার বড় পর্দায় ফুটে উঠবে রানুর এই জার্নি৷ ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় বলিউডে তৈরি হচ্ছে ‘মিস রানু মারিয়া’৷ 

আরও পড়ুন- পঞ্চভূতে বিলীন সিদ্ধার্থ, ‘বন্ধু’র শেষকৃত্যে এসে বার বার জ্ঞান হারালেন শেহনাজ

রানু

জানা গিয়েছে, ছবিতে রানুর ভূমিকায় দেখা যাবে ‘সেকেন্ড গ্যামেস’ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে’কে৷ পাশাপাশি ছবিতে অভিনয় করবেন কমল মিশ্র৷ হিমেশ রেশমিয়ার কাছেও অভিনয়ের অফার গিয়েছে৷ বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে৷ কানাঘুষো, রানুর চরিত্রের জন্য এর আগে প্রস্তাব দেওয়া হয়েছিল সুদীপ্তা চক্রবর্তীকে৷ তবে কোনও এক অজ্ঞাত কারণে তিনি ছবিটি করতে পারেননি৷ শোনা যাচ্ছে আগামী নভেম্বর থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে৷ মুক্তি পাবে মার্চ-এপ্রিলে৷ ছবির চিত্রনাট্য লিখছেন সৌমেন ঘোষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 4 =