Aajbikel

স্ক্রিপ্ট পড়তে মুম্বইয়ে মহারাজ, বায়োপিকে দাদার চরিত্রে রণবীর?

 | 
সৌরভ রণবীর

 মুম্বই: বড় পর্দায় ফুটে উঠবে মহারাজের কাহিনী৷ এ খবর এখন আর নতুন নয়৷ ইতিমধ্যেই নিজের বায়োপিকের কাজের জন্য মুম্বই উড়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । সেখানে ছবির চিত্রনাট্য পড়ার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু পর্দায় সৌরভের ভূমিকায় অভিনয় করবেন কে? তা নিয়ে বেশ জল্পনা রয়েছে৷ এরই মধ্যে কানাঘুষো, ‘দাদা’-র চরিত্রে ব্যাট হাতে তুলবেন রণবীর কাপুর৷ পর্দার পিচে স্টেপ আউট করে বাপিকে বাড়ি পাঠাবেন তিনিই।

আরও পড়ুন- মেয়েদের আইপিএলে নেই কলকাতা, কোন ৫ দল খেলবে?


বেশ কিছুদিন ধরে রণবীরকে নিয়ে জল্পনা চলছিল৷ তবে উঠে আসছিল হৃত্বিক রোশনের নামও৷ তবে সৌরভ নিজে একবার বলেছিলেন, তাঁর চরিত্রে রণবীরকেই সবচেয়ে ভাল মানাবে। শেষ পর্যন্ত রণবীরের নামেই হয়তো চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে।


২০২১ সালের গোড়াতেই নিজের বায়োপিকের কথা জানিয়েছিলেন সৌরভ৷ সেই সময় মহারাজ লিখেছিলেন, ক্রিকেটই তাঁর জীবন গড়ে দিয়েছে। এবার সেই জীবন নিয়েই তৈরি হবে চিত্রনাট্য। ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে। শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা। কিন্তু দাদার চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে অনুরাগীদের মনে যেমন কৌতূহল, তেমনই ডোনা এবং সানার চরিত্র কারা অভিনয় করবেন, তা নিয়েও আগ্রহের অন্ত নেই৷  সৌরভ গঙ্গোপাধ্যায় কী ভাবে কামব্যাক করেছিলেন তা কারও অজানা নয়৷ ভারতীয় টিম থেকে তাঁর বাদ পড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কোচ গ্রেগ চ্যাপেলের। ‘খলনায়ক’ গ্রেগের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও উৎকন্ঠা রয়েছে৷ 


সৌরভের বায়োপিক নিয়ে তৈরি ছবিটি প্রযোজনা করছে লাভ ফিল্মস৷ সংস্থার মালিক লাভরঞ্জনই সৌরভের বায়োপিক পরিচালনা করবেন কি না তা এখনও স্পষ্ট নয়।


 

Around The Web

Trending News

You May like