×

বড়দিনে স্ত্রীকে জড়িয়ে উষ্ণ চুম্বন রণবীরের, কিন্তু কোথায় রাহা?

 
রণবীর

মুম্বই: বিয়ের পর এটাই তাঁর প্রথম বড়দিন৷ অন্যদিকে, ২০২২ সালেই প্রথমবার মা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। 'বেটার হাফ' রণবীর কাপুরকে নিয়ে দিনটা সেলিব্রেট করলেন তিনি। এদিন হাউজ পার্টিতে বড়দিন উপলক্ষে জমজমাটি পার্টি করলেন সকলে। সেখানেই আলিয়াকে জড়িয়ে ধরে চুমু খেলেন স্বামী রণবীর কাপুর।

আরও পড়ুন- অযোধ্যা ভূমিতে এবার ‘পাঠান’ বিতর্ক! শাহরুখের ‘পারলৌকিক ক্রিয়া’ সারলেন সাধুদের একাংশ

সোমবার, ২৬ ডিসেম্বর আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড়দিন উদযাপনের গুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে কাপুর এবং ভাট পরিবারের অনেক সদস্যকেই একসঙ্গে মজা করতে দেখা যায়। এই ছবিগুলিতে দেখা গিয়েছে করিশ্মা কাপুর, নিতু কাপুর, রণধীর কাপুর, ববিতা কাপুর, সোনি রাজদান, পূজা ভাট, শাহিন ভাট প্রমুখদের। চলতি বছরের এপ্রিল মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণলিয়া। নভেম্বর মাসে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান রাহা৷ 

সোমবার আলিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন  সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়াকে জড়িয়ে ধরে তাঁর চোখে চুমু খাচ্ছেন রণবীর। আলিয়া পরেছিলেন একটি লাল রঙের পোশাক৷ সঙ্গে সান্টা টুপি। আরেকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বোন শাহিনের সঙ্গে৷ আরেকটি ছবিতে রণবীর, নীতু কাপুর, সোনি রাজদানকে দেখা যায় একসঙ্গে৷

From around the web

Education

Headlines