Aajbikel

অযোধ্যা ভূমিতে এবার ‘পাঠান’ বিতর্ক! শাহরুখের ‘পারলৌকিক ক্রিয়া’ সারলেন সাধুদের একাংশ

 | 
পাঠান

মুম্বই: একটি গানেই ‘পাঠান’ ছবিকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের একাংশ৷ ‘বেশরম রং’ প্রকাশ্যে আসার পরই ছবি বয়কটের ডাক দিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুনের ফুলকি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে। এবং এই ছবিকে ঘিরে সব থেকে বেশি চর্চা শুরু হয় অযোধ্যায়। পাঠান ছবির প্রতিবাদে রামভূমির রাস্তায় নামেন সেখানকার তপস্বী ছাবনীর সাধুরা। দিন কয়েক আগে শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কার দিয়েছিলেন সেখানকার পরমহংস আচার্য। এ বার আরও একধাপ এগিয়ে বাদশার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হল অযোধ্যায়। নেতৃত্বে সেই আচার্যই। পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তিনি বললেন, ‘‘জিহাদের শেষ করলাম।’’

আরও পড়ুন- ‘খুন হয়েছিলেন’ সুশান্ত সিং রাজপুর! মৃত্যুর ২৮ মাস পর দাবি মর্গকর্মীর, রহস্যে নয়া মোড়

ঠিক কী করলেন তপস্বী ছাবনীর পরমহংস দাস? এদিন একটা ঘড়া নিয়ে তার গায়ে শাহরুখের পোস্টার সেঁটে শ্রাদ্ধানুষ্ঠান করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন একদল সাধু। মাটিতে বসানো ওই ঘড়ার দিকে তাকিয়ে বেশ কিছু মন্ত্র পড়েন তিনি। এর আগে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের পোস্টারও পোড়ানো হয়েছিল এই শহরে।

‘পাঠান’ ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি দেখার পর থেকেই। গেরুয়া কেন বেশরম অর্থাৎ নির্লজ্জের রং হবে, তা নিয়েই যত গণ্ডোগোল৷ অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্যের কথায়, ছবিতে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে। এই ভাবে সনাতম ধর্মের অপমান করা হচ্ছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে পাঠান ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। এই গানটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দর্শক মহলে।

Around The Web

Trending News

You May like