Aajbikel

সঙ্গীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট শিল্পী সুমিত্রা সেন

 | 
সুমিত্রা সেন

কলকাতা: বছরের শুরুতেই ধাক্কা৷ সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন৷ প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্র সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। রবিবার  ভর্তি করা হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোমবার রাতেই বাড়ি ফিরেছিলেন শিল্পী। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পী।

আরও পড়ুন- নতুন বছরে শুরুতে বঙ্গের কোভিড হাল কী? জেনে নিন 

শ্রোতাদের মনে আলাদা জায়গা তৈরি করেছিলেন শিল্পী৷ তাঁর দুই কন্যাও সঙ্গীত জগতের উজ্জ্বল নাম৷ তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন এবং কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী৷ মঙ্গলবার ভোরে শ্রাবণী সেন ফেসবুকে খবরটি জানিয়ে লেখেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’’ সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে।


জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই পাশাপাশি ঠান্ডা লেগেছিল তাঁর। ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়েছিল। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে জানা গিয়েছে। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল। শ্বাসকষ্টেরও সমস্যা ছিল তাঁর৷  

নতুন বছরেও বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় সোমবার বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ প্রয়াত হন তিনি। আসন্ন মার্চেই  নব্বই বছরে পা রাখতেন সুমিত্রা সেন। তার আগেই পাড়ি দিলেন পরপাড়ে। শিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীতজগৎ। তাঁর রবিগান আজও শ্রোতাদের মনে অমর৷ তাঁর প্রয়াণে অনুরাগীরা লিখলেন ‘রেস্ট ইন মিউজিক’৷ 

Around The Web

Trending News

You May like