একে অপরে মন হারিয়ে হাতে হাত রেখে সাদরে বর্ষবরণ প্রমিতা-রুদ্রজিতের

একে অপরে মন হারিয়ে হাতে হাত রেখে সাদরে বর্ষবরণ প্রমিতা-রুদ্রজিতের

কলকাতা:  হালেই আইনি বিয়ে সেরেছেন এই লাভ বার্ডস৷ প্রমিতা চক্রবর্তী আর রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের প্রেম কাহিনীতে এখন সরগরম টলি পাড়া৷ বিয়ের পর প্রথম হোলি কাটিয়ে ফেলেছেন তাঁরা৷ এবার হাতে হাত রেখে সাদরে বরণ করে নিলেন বাঙালির নববর্ষকে৷ গোলাপী আর নীল রং-এর শাড়িতে সেজে উঠলেন পর্দার ‘অন্নদা’৷ পাশে পাঞ্জাবীতে ধরা দিলেন স্বামী রুদ্রজিৎ৷ 

আরও পড়ুন- ছেলে কোলে অনুরাগীদের বৈশাখী শুভেচ্ছা ‘ওম-তোড়া’র

বাংলা টেলিপর্দার অন্যতম চর্চিত জুটি প্রমিতা-রুদ্রজিৎ৷ আইনি বিয়ের পর এটাই তাঁদের প্রথম পয়লা বৈশাখ৷ ফলে সবকিছুই একটু স্পেশ্যাল৷ এদিন প্রমিতার গায়ে ছিল ভারী সিল্কের শাড়ি৷ সঙ্গে মানানসই জুয়েলারি৷ কপালে বড় লাল রং-এর টিপ আর খোলা চুল৷ এই বেশে ‘অন্নদা’ হয়ে উঠেছে একেবারে নববধূ৷ মিষ্টি হাসিতে ঘায়েল করেছে তাঁর গুণগ্রাহীদের৷ স্বামীকে জড়িয়ে ধরে দিয়েছেন পোজ৷ যেন চোখে হারাচ্ছেন একে অপরকে৷ কখনও প্রমিতার থুতনি ধরে আদর করছেন রুদ্রজিৎ৷ তো কখনও মাথা নীচু করে লাজুক হাসি ফুটে উঠেছে তাঁর ঠোঁটের কোণে৷ কখনও আবার প্রমিতার কাঁধ ছুঁয়ে মিষ্টি হাসি৷ আদ্যন্ত বাঙালিয়ানায় মোড়া নববর্ষের স্পেশ্যাল ফটোশ্যুটে অনবদ্য প্রমিতা-রুদ্রজিৎ৷ 

আরও পড়ুন- শাড়ি পরে জিমনাস্টিক! দু’পা চিরে নৃত্যশিল্পীর কসরত ভিডিও ভাইরাল

এদিন রুদ্রজিৎ-এর পরনে ছিল সাদা পাঞ্জাবী৷ হাতে আর বুকের উপর কালো রং দিয়ে আঁকা শহর কলকাতা৷ সঙ্গে ধুতি পাজামা৷ এই পোশাকে আরও যেন হ্যান্ডসাম হয়ে উঠেছিলেন রুদ্রজিৎ৷ ইনস্টাগ্রামে নিজেদের এই ছবি পোস্ট করে রুদ্র লেখেন, ‘‘নতুন বছরের আবাহনে সবকিছু সেজে উঠুক নতুন করে। আমাদের পক্ষ থেকে রইল শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।’’ একই ছবি শেয়ার করেছেন প্রমিতাও৷ সকলকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, ‘সাত ভাই চম্পা’র সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম কাহিনী৷ আপাতত ‘জীবনসাথী’ ধারাবাহিকে অভিনয় করছেন রুদ্রজিৎ৷ অন্যদিকে, জনপ্রিয় ধারাবাহিক ‘করুনাময়ী রানী রাসমণি’-তে ‘অন্নদা’র ভূমিকায় অভিনয় করছেন প্রমিতা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =