ছেলে কোলে অনুরাগীদের বৈশাখী শুভেচ্ছা ‘ওম-তোড়া’র

ছেলে কোলে অনুরাগীদের বৈশাখী শুভেচ্ছা ‘ওম-তোড়া’র

কলকাতা:  মাত্র পাঁচ দিন আগের কথা৷ মধুবনীর কোল আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র৷ হাসপাতালের বিছানা থেকেই স্ত্রী ও ছেলের আবছা ছবি শেয়ার করেছিলেন রাজা৷ এবার ছেলেকে কোলে নিয়ে বৈশাখী শুভেচ্ছা জানালেন ‘খড়কুটো’র রূপাঞ্জন৷   

আরও পড়ুন- শাড়ি পরে জিমনাস্টিক! দু’পা চিরে নৃত্যশিল্পীর কসরত ভিডিও ভাইরাল

রাজা ছেলের আবছা ছবি শেয়ার করার পর পর্দার ‘তোড়া’ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ছেলের নাম৷ ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করতে করতেই একে অপরের প্রেমে পড়েছিলেন মধুবনী-রাজা৷ আলাপ বদলে গিয়েছিল ভালোবাসায়। তার পর ১১ বছরের দাম্পত্য জীবন কেটে গিয়েছে হইহই করে৷ ১০ এপ্রিল তাঁদের ঘরে আসে ছোট্ট কেশব৷ হ্যাঁ, মধুবনী আর রাজা ভালোবেসে তাঁদের ছেলের নাম দিয়েছেন কেশব৷ তবে এখনও ছেলের স্পষ্ট ছবি প্রকাশ্যে আনেননি নতুন বাবা-মা৷ 

আজ নতুন বছরে ছেলেকে কোলে নিয়ে রাজার সঙ্গে ছবি তুললেন মধুবনী৷ ছবি দেখে মনে হচ্ছে সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি৷ ১০ তারিথ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন ‘তোড়া’৷ তাঁদের দু’জনের চোখে মুখেই ফুটে উঠেছে বাবা-মা হওয়ার আনন্দ৷ এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে রাজা ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ৷’’ এর আগে ছেলে হওয়ার কথা শেয়ার করে লিখেছিলেন,  ‘‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন৷ ভালোবাসা দেবেন৷ ছেলের বাবা হলাম। উপরওয়ালাকে ধন্যবাদ৷ কৃতজ্ঞ৷’’ 

আরও পড়ুন- মুন্নি এবার সিলেবাসে! সঙ্গে রয়েছেন অনুষ্কা, এআর রেহমান, কিশোরী আমনকার

ছেলে হওয়ার আগে সাধের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ছোট পর্দার ‘ওম-তোড়া’৷ শুধু তাই নয়, অন্তস্বঃস্ত্বা হওয়ার খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মধুবনী। শেয়ার করেছিলেন তাঁদের নানা রকম অনুভূতির কথা৷ মাতৃত্বের প্রতিটা মুহূর্ত অনুভব করেছেন মধুবনী৷ অনুরাগীরাও তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =