অন্যের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা, ভাইরাল এমএমএস… বিতর্কিত প্রাক্রুতি এবার বিগ বস-এর ঘরে

অন্যের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা, ভাইরাল এমএমএস… বিতর্কিত প্রাক্রুতি এবার বিগ বস-এর ঘরে

মুম্বই:  এমএমএস বিতর্ক থেকে শুরু করে গোপন সম্পর্ক, ওড়িয়া অভিনেত্রী প্রাক্রুতির ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই৷ এরই মধ্যে বিগ বস ১৬-য় তাঁর অংশ নেওয়ার খবর নতুন করে শিরোনাম কেড়েছেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- বিমানসেবিকা থেকে সফল ব্যবসায়ী! বলি নায়িকাদের টক্ দিতে পারেন লাস্যময়ী চাঙ্কি-পত্নী

 

রিল লাইফের চেয়ে প্রাক্রুতির রিয়েল লাইফ নিয়ে চর্চা অনেক বেশি৷ তিনি বিগ বসের ঘরে যাচ্ছেন শুনে অনেকেই বলছেন, এবার হয়তো তাঁর জীবনের আরও কোনও গোপন রহস্য প্রকাশ্যে আসতে পারে। অতীতে বিগ বসের ঘরে একাধিক প্রতিযোগীর কেচ্ছা-কাহিনী প্রকাশ্যে এসেছে৷ তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও বরাবরই৷ বিগ বসের জনপ্রিয়তাও তাই তুঙ্গে৷ 

big boss

প্রাক্রুতি মিশ্র প্রথম শিরোনাম কাড়েন চলতি বছরের জুলাই মাসে। তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। সেই সময় ওড়িয়া অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। এক সঙ্গে জুটি বেঁধে অনেক ছবিতেই কাজ করেছেন প্রাক্রুতি এবং বাবুশান। অভিনেত্রীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত৷ 

প্রাক্রুতি এবং বাবুশান সেদিন একই গাড়িতে ছিলেন। এক সঙ্গে উৎকল দিবসের অনুষ্ঠানে যাচ্ছিলেন৷ মাঝরাস্তায় তাঁদের গাড়ি আটকান ত্রুপ্তি। তাঁর সঙ্গে ছিলেন বাবা এবং কয়েক জন দুষ্কৃতী। এই ত্রুপ্তি হলেন বাবুশানের স্ত্রী৷ সেদিন প্রাক্রুতিকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়েছিলেন ত্রুপ্তি। এর পর প্রাক্রুতিকে মারধরও করেন বলে অভিযোগ। কোনও রকমে ত্রুপ্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যান অভিনেত্রী। বাবুশানের স্ত্রীর হাতে প্রাক্রুতি মার খাওয়ার সেই ভিডিয়ো নিয়ে বহু দিন চর্চা চলেছে।

pakruti

এই ঘটনার পর একটি ভিডিয়ো করে বাবুশান জানান, কাজের বাইরে  তাঁর সঙ্গে কোনও নায়িকার কোনও সম্পর্ক নেই। প্রাক্রুতি শুধুই তাঁর ‘বন্ধু’। তাঁকে নিয়ে যে পরিবারের এত সমস্যা রয়েছে তা-ও নাকি তিনি জানতেন না। তিনি এও জানান, প্রাক্রুতি কেন,  আর কোনও অভিনেত্রীর সঙ্গেই তিনি কাজ করবেন না৷ 

বাবুশান-বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কের শিরোনামে উঠে আসেন প্রাক্রুতি৷ তাঁর একটি এমএমএস অনলাইনে ফাঁস হয়ে যায়৷ যদিও প্রাক্রুতি বা অন্য কেউ এই ভিডিয়োর সত্যতা স্বীকার করেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =