Aajbikel

বিমানসেবিকা থেকে সফল ব্যবসায়ী! বলি নায়িকাদের টক্ দিতে পারেন লাস্যময়ী চাঙ্কি-পত্নী

 | 
bhavna

মুম্বই: হঠাৎ করেই পর্দার আড়াল থেকে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে তিনি৷ সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ  অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা। তাঁর সঙ্গে ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খান এবং সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ৷ পাশাপাশি নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজেও দেখা গিয়েছে চাঙ্কি-জায়াকে। এর পর থেকেই চার্চার কেন্দ্রে তিনি৷ এতদিন লাইমলাইট কেড়ে এসেছেন  চাঙ্কি৷ এই প্রথম দর্শকদের কাছাকাছি তাঁর স্ত্রী৷ তাই তাঁকে নিয়ে বেশ আপ্লুত বলিউডের একাংশ৷ 

চাঙ্কি

ইতিমধ্যেই ভাবনার অনুরাগীর সংখ্যা বাড়তে শুরু করেছে৷ হাতড়ে ভাবনার পুরনো দিনের ছবিও খুঁজে বার করে এনেছেন তাঁর অনুরাগীরা। তবে সেই সব ছবি বেশির ভাগটাই চাঙ্কির সঙ্গে। ভাবনার পুরনো দিনের সেই সব ছবি ছড়িয়েও পড়েছে নেটপাড়ায়।

chanki


অধিকাংশ নেটাগরিকেরই মত, নব্বইয়ের দশকের যে কোনও অভিনেত্রীকে টক্কর দেওয়া মতো জেল্লা ছিল ভাবনার।  এখনও লাবণ্যে ভরপুর তিনি। জানা গিয়েছে, ছোট থেকে নায়িকা হওয়ারই স্বপ্ন দেখতেন ভাবনা। কিন্তু, পরবর্তীতে সে ভাবনার পরিবর্তন হয়৷ তাই অভিনয়জগতেও আর আসা হয়ে ওঠেনি তাঁর৷ 

chanki

বরং দিল্লির কলেজ থেকে স্নাতক হওয়ার পর আকাশে ডানা মেলেন ভাবনা৷ প্রায় এক বছর বিমানসেবিকা হিসাবে কাজ করেন৷ চাঙ্কির সঙ্গে বেশ কিছু দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের পরপরই তাঁর অন্তঃসত্ত্বার খবরে বিতর্কে জড়ান চাঙ্কি-জায়া৷ বিয়ে হওয়ার খুব কম সময়ের মধ্যেই তাঁর কোলে আসে অনন্যা৷ 

ভাবনা যখন অন্তঃসত্ত্বা এমনকি অনন্যার জন্মের পরেও তাঁকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিয়ের আগে থেকেই সন্তানসম্ভবা ছিলেন? বহু দিন এ নিয়ে নানা গুজবও চলেছে৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনন্যা তাঁদের হানিমুন বেবি৷ বিয়ের আগে তিনি সন্তানসম্ভবা ছিলেন না৷ 

চাঙ্কি

পরিপূর্ণ গ্ল্যামার থাকলেও অভিনয় জগতের দিকে তিনি পা বাড়াননি৷ বরং বিয়ের পর চাঙ্কির সঙ্গে মুম্বইয়ে একটি রেস্তরাঁ খোলেন৷ এই রেস্তরাঁর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এখানে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবারই পাওয়া যায়। ২০০০ সাল নাগাদ রেস্তরাঁর পাশাপাশি একটি নামকরা ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও কাজ শুরু করেন। এর পর দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর৷

chanki

২০১৮ সালে নন্দিতা মহতানি এবং ডলি সিদ্ধানির সঙ্গে মিলে নিজস্ব সংস্থা স্থাপন করেন ভাবনা। পাশাপাশি চাঙ্কির সঙ্গে আরও একটি সংস্থাও দায়িত্বও সামলাচ্ছেন শক্ত হাতে৷ এই সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করে থাকে৷ ভাবনা তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বিমানসেবিকা হিসাবে৷ সেখান থেকে এক জন সফল ব্যবসায়ী হয়ে ওঠার এই গল্প নিশ্চিত ভাবেই আকর্ষণীয়৷ 


 

Around The Web

Trending News

You May like