মা হতে চলেছন পরীমণি, সন্তানের বাবা কে?

মা হতে চলেছন পরীমণি, সন্তানের বাবা কে?

ঢাকা:  পরীমণি মানেই বিতর্ক৷ পরিমণী মানেই উষ্ণতা৷ বছরের শুরুতে আরও একবার সংবাদ শিরোনামে বাংলাদেশের এই অভিনেত্রী৷ তবে এবার কোনও কন্ট্রোভর্সি নয়৷ বরং দিলেন সুখবর৷ জানালেন মা হচ্ছেন তিনি৷ 

আরও পড়ুন- করোনা আক্রান্ত অরিজিৎ সিং, রয়েছেন হোম আইসোলেশনে

না, সিনেমার পর্দায় নয়৷ বাস্তবেই মা হতে চলেছেন পরীমণি৷ সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী৷  বাংলাদেশের নায়ক শরিফুল রাজের সঙ্গে নিজের ছবি শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন পরী। ধন্যবাদ রাজ।’ পরী এও জানিয়েছেন,  বেশ কিছুদিন ধরেই শরীরে আসন্ন পরিবর্তনের কথা বুঝতে পারছিলেন। সোমবার সমস্ত ধোঁয়াশা কাটাতে রাজের হাত ধরেই চিকিৎসকের কাছে যান৷ তখনই জানতে পারেন, তিনি মা হতে চলেছেন। রাজের সন্তান রয়েছে তাঁর গর্ভে৷ পরীমণির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মান্যতা দিয়েছেন পরিচালক গিয়াসুদ্দিন সেলিমও। তিনি জানান, ‘গুণিন’ ছবিতে একসঙ্গে অভিনয় সূত্রে  রাজ ও পরীমনির আলাপ৷ সেখান থেকেই প্রেম ও  গোপনে বিয়ে৷ নিজেদের বিয়ের খবর অনুরাগীদের কাছ থেকে লুকিয়েই রেখেছিলেন এই তারকা দম্পতি। পরিচালক চয়নিকা চৌধুরী জানান, এই খবরটা তিনিও শুনেছেন৷ 

এদিকে বাবা-মা হওয়ার খবরে উচ্ছ্বসিত রাজ-পরী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে তাঁদের আনন্দের ছবি স্পষ্ট। পার্পল বা বেগুনি রঙ আরও একবার নিজেকে মেলে ধরলেন নায়িকা৷ বেসরকারি হাসপাতাল থেকে বেরনোর সময় দেখা যায় তাঁর হাতে বেগুনি রংয়ের ফুল৷  সাদা ফুলহাতা গেঞ্জিতে বেগুনি রঙের ডোরা আর সাদা ট্র্যাক প্যান্ট। উপরে ফারের গরম জামা। পরীর হাসিমুখ দেখে স্পষ্ট তিনি আনন্দের জোয়ারে ভাসছেন৷ আর তাঁর সেই আনন্দের শরিক হবু বাবা রাজ। পরম যত্নে নিজের সন্তানের মাকে আগলে রেখেছেন তিনি৷ 

পরী জানিয়েছেন, চিকিৎসকরা তাঁকে সাবধানে চলাফেরা করতে বলেছেন৷ তাই আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়েই রাখছেন৷ তিনি জানিয়েছেন, আগামী দেড় বছর শ্যুটিং করবেন না ৷ শুধু চান, সুস্থ ভাবে পৃথিবীর আলো দেখুক তাঁর সন্তান৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =