Aajbikel

করোনা আক্রান্ত অরিজিৎ সিং, রয়েছেন হোম আইসোলেশনে

 | 
অরিজিৎ

কলকাতা:  হলিউড থেকে বলিউড-টলিউড, বিনোদন জগতে সর্বত্র করোনার থাবা৷ এবার সস্ত্রীক করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিং৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি৷ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অরিজিৎ৷ এর পর থেকেই উদ্বেগে তাঁর অনুরাগীরা৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷ 

আরও পড়ুন- উধাও ‘আলু পোস্ত’র ভিডিয়ো! উন্মুক্ত ক্লিভিজে উষ্ণতা ছড়িয়ে এবার রান্না শেখালেন মধু-বর্ষা


তবে অরিজিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে৷ শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ উল্লেখ্য, গত বছরেই করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছিল তাঁর মায়ের৷ করোনা মুক্ত হলেও একাধিক কো-মর্বিডিটি থাকায় শেষ রক্ষা হয়নি৷ গত জুন মাসে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটর-সহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা। বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ধৃতি ফাউন্ডেশন’ স্বাস্থ্য দফতরকে ৫টি হাই-ফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছিল৷ পাশাপাশি করোনাকালে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে অনলাইনলাইন কনসার্টও করেছিলেন তিনি৷ তার পর সেই কনসার্ট থেকে যে উপার্জন হয়েছিল তা গ্রামের মানুষের চিকিৎসার জন্য দান করেছিলেন৷ নতুন বছরে নিজেই করোনার কবলে পড়লেন গায়ক৷ 


রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের গন্ডি৷ এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ৭ হাজার৷ করোনা থাবা বসিয়েছে টলিউডেও৷ দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী,  শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক তারকা করোনা আক্রান্ত৷ একই অবস্থা বলিউডেও৷ এরই মধ্যে এল অরিজিতের করোনা আক্রান্ত হওয়ার খবর৷  

Around The Web

Trending News

You May like