পদবী বদলে এখন নুসরতের বোন হলেন তনুশ্রী!

পদবী বদলে এখন নুসরতের বোন হলেন তনুশ্রী!

কলকাতা:  পদবী বদলে নুসরত জাহানের বোন হয়ে গেলেন তনুশ্রী চক্রবর্তী৷ নুসরত নিজেই বোন বলে ডাকলেন তনুশ্রীকে৷ ভাবছেন তো কী ভাবে? তাহলে খুলে বলা যাক৷ 

আরও পড়ুন- বিয়ের পরেই নাম বদলে ফেলবেন ক্যাটরিনা! কী নাম রাখছেন নায়িকা?

আসলে জিতের নতুন ছবি ‘রাবণ’-এ পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে৷ সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,  এসিপি জাহান… সরাসরি রাবণ ছবির সেট থেকে।” আর সেটা দেখেই আপ্লুত নুসরত তাঁকে সটান বোন বলে সম্বোধন করে বসলেন৷ তনুশ্রীর চরিত্রের পদবী দেখেই উচ্ছ্বসিত নুসরত৷ 

তনুশ্রী

তনুশ্রীর ছবির ক্যাপসন দেখে সোশ্যাল মিডিয়ায় নুসরতের প্রতিক্রিয়া, যে ছবি তনুশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত জাহান লেখেন, “ ছবিতে তোমার পদবী জাহান নাকি? দেখ তনুশ্রী, আমি তো সবসমই তোমাকে বোনই বলি…”

প্রসঙ্গত, অক্টোবর মাসে ‘রাবণ’ ছবির শুভ মহরতের ছবি পোস্ট করেছিলেন তনুশ্রী৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘‘আমার পরবর্তী ছবি ইন্ডাস্ট্রির বসের সঙ্গে। জিতের রাবণে এবার আমি! দারুণ খুশি।” তনুশ্রীর পাশাপাশি জিতের রাবণে দেখা যাবে আরেক অভিনেত্রীকেও। এই ছবি দিয়েই রিপোলি পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী লহমা ভট্টাচার্যর। 

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তনুশ্রী৷ তাঁকে শ্যামপুরের প্রার্থীও করা হয়৷ কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন৷ তবে গত ৮ জুলাই বিজেপি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিনেত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 12 =