বিয়ের পরেই নাম বদলে ফেলবেন ক্যাটরিনা! কী নাম রাখছেন নায়িকা?

বিয়ের পরেই নাম বদলে ফেলবেন ক্যাটরিনা! কী নাম রাখছেন নায়িকা?

মুম্বই: বলিউডে জোড় গুঞ্জন আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ৷ রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই বসবে তাঁদের বিয়ের আসর৷ বিয়ের পাশাপাশি ক্যাট আপাতত ব্যস্ত রয়েছেন সাল্লু ভাইয়ের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে৷ 

আরও পড়ুন- ‘দুঃখজনক..! ভারতও জিহাদি দেশ হয়ে গেল’, কৃষি আইন প্রত্যাহারে কটাক্ষ কঙ্গনার

এদিকে কানাঘুষো বিয়ের পরেই নাকি নাম বদল করে ফেলবেন ক্যাটরিনা৷ ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেই তিনি হবেন ক্যাটরিনা কাইফ কৌশল৷ টাইগার থ্রি মুক্তির আগই যদি ক্যাটরিনা সাতপাকে বাঁধা পড়েন, তাহলে পর্দায় তাঁর নাম পড়বে ক্যাটরিনা কাইফ কৌশল বলেই৷ প্রোমোশান- ট্রেলার থেকে ছবি মুক্তি, সবেতেই বদলে যাবে ‘চিকনি চামেলি’ গার্লের নাম৷ 

জানা গিয়েছে দিওয়ালির দিনই নাকি, রোকা সেরে ফেলেছেন দু’জনে৷ পরিচালক কবীর খানের বাড়িতে বেসেছিল বাগদানের আসর৷ একান্ত পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনার মা সুজান, বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল।  আপাতত গোপনে জোড়তোড় ভাবে চলছে বিয়ের প্রস্তুতি৷ 

ক্যাটরিনা

জানা গিয়েছে, ৭ ডিসেম্বর রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বসবে রাজকন্যার রাজকীয় বিয়ের বাসর৷ ৯ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান৷  এই দুর্গ বর্তমানে একটি বিলাসবহুল রিসর্ট। মোট ৪৮টি বেডরুম রয়েছে এখানে। বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংয়ের জন্য একটি আদর্শ স্থান।  

আপাতত জুহুতে একটি বহুতলে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি কৌশল৷ গোটা আটতলা জুড়েই থাকবেন তাঁরা৷ এই ফ্ল্যাটেই হবে ক্যাটরিনা আর ভিকির নতুন সংসার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =