কলকাতা: টলিপাড়ার অন্যতম চর্চিত ও বিতর্কিত নায়িকা হলেন নুসরত জাহান। নানা কারণে টলিপাড়ার সাংসদ অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন চলতেই থাকে৷ তবে বরাবরই তিনি বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচেছেন নিজের শর্তে৷ যা দেখে অনেকেরই হিংসা হয়েছে। ঠিক কতটা সাহসী হলে এমন করা যায় তা প্রমাণ করে দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। ট্রোলিং-ও কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতেই ফের ধেয়ে এল কটাক্ষের বাণ। সাদা রঙের জর্গাস, বড় সাইজের রোদচশমা ও কোলে পোষ্যকে নিয়ে ছবিতে পোজ দিতেই বইল কমেন্টের ঝড়৷
আরও পড়ুন- আইনজীবীদের জীবনে দৃষ্টিপাত, ‘উইটনেস’ অনেক কথা বলবে
নুসরতের এই ছবি দেখেই নানা রকমের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এই মুখটা তো আগে এতটা লম্বা ছিল না৷ এমন কী করে হল!’ কেউ আবার বলছেন, ‘মুখের চাইতে চশমাটা বেশি বড়।’ কেউ আবার ব্যস্ত নুসরতের হেয়ার কাটিং নিয়ে। এর আগেও এমন সমালোচনা অনেক শুনেছেন নুসরত। তবে সে সবে তিনি পাত্তা দিতে নারাজ৷
ছোট্ট ইশানকে সামলে অভিনয়ের কাজ ভালোই সামলাচ্ছেন নায়িকা৷ সম্প্রতি যশ দাশগুপ্তের সঙ্গে শিলাদিত্য ভৌমিক পরিচালিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির কাজ শেষ করেছেন নুসরত৷ যশ-নুসরতকে একসঙ্গে দেখার জন্য মুখে রয়েছে তাঁর অনুগামীরা৷ সেই সুযোগ নিয়ে আসছে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>