Aajbikel

আইনজীবীদের জীবনে দৃষ্টিপাত, 'উইটনেস' অনেক কথা বলবে

 | 
drama

কলকাতা: আইনজীবীদের একটা অংশ পেশার নামে আইনের ফাঁকফোকর দিয়ে আসল অপরাধীদের শাস্তি এড়িয়ে যেতে সাহায্য করেন। যুক্তির মায়াজালে, এমনকি ছলচাতুরির আশ্রয় নিয়েও তাঁরা প্রকৃত সত্যকে মিথ্যা বলে প্রমাণ করেন। কিন্তু অদৃষ্টের পরিহাসে তাদের জীবনেও নেমে আসতে পারে চরম শাস্তি। তেমনই একটি কাহিনীর আধারে 'থেসপিয়ানস' নাট্যদলের নবতম নাট্য প্রযোজনা জিৎসত্রাগ্নি রচিত "উইটনেস"। নির্দেশনার দায়িত্বে আছেন পার্থ মুখোপাধ্যায়।

এই 'থেসপিয়ানস' পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগ এবং কলকাতা কর্পোরেশন দ্বারা 'নাট্যদল' হিসেবে স্বীকৃত। এই নাট্য দলের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি কোণায় পৌঁছে যাওয়া এবং মানুষকে সচেতন করা। ১৯৯৪ সালে থেকেই এই নাট্য দল কাজ করে আসছে। থিয়েটারের উন্নতি এবং সমাজের অগ্রগতির কাজে সাহায্য করার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত কমপক্ষে ৩০০ শো সেরে ফেলেছে তারা এবং কোনও সময়েই এই দল লাভ নিয়ে ভাবেনি। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক থিয়েটার ফেস্টিভ্যালেও তারা অংশ নিয়েছে। আগামী ২১ জুলাই মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে তাদের এই নাটক 'উইটনেস'। 

Around The Web

Trending News

You May like