রূপকথায় বিয়ে থেকে বিচ্ছেদ, নুরসত-নিখিলের সম্পর্কের চড়াই-উতরাই

রূপকথায় বিয়ে থেকে বিচ্ছেদ, নুরসত-নিখিলের সম্পর্কের চড়াই-উতরাই

কলকাতা: ২০১৯ সালের ১৯ জুন৷ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে রূপকথায় বিয়ে সেরেছিলেন নুসরত জাহান৷ বিয়ের আসর বসেছিল তুরস্কের বোদরুমে৷ কলকাতায় ফিরে গ্র্যান্ড রিসেপশন৷ যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তাঁদের বিয়ের ছবিতে৷ কখনও বা প্রকাশ্যে আসে তাঁদের খুনসুটি৷ একের পর এক লাভি-ডাবি ছবি দেখে আপ্লুত হয়ে উঠে ভক্তরাও৷ কিন্তু বিয়ের দেড় বছরের মধ্যেই ছন্দপতন৷ স্বামী নিখিলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অভিনেত্রীর৷ এরই মাঝে ছড়ায় যশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন৷ 

আরও পড়ুন- ‘নিখিলের সঙ্গে লিভ ইন করেছি, বিয়েটা ছিল অবৈধ, বিচ্ছেদের প্রশ্নই নেই’ বিবৃতি নুসরতের

এদিন একটি বিবৃতি দিয়ে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনার অবসান ঘটান খোদ সাংসদ অভিনেত্রী৷ তিনি জানান, নিখিলের সঙ্গে তিনি সহবাস করেছিলেন৷ বিয়ে নয়৷ তাঁর কথায়, এই বিয়ে আইন অনুসারে হয়নি৷ তিনি আরও বলেন, ‘‘হিন্দু-মুসলমান বিয়ের ক্ষেত্রে যে বিশেষ আইন অনুসরণ করা হয় এক্ষেত্রে তা মানা হয়নি৷ ফলে বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না৷ এটি মূলত বিয়েই নয়৷’’  

সেই সঙ্গে তাঁর অভিযোগ, নিখিল এখনও তাঁর বিয়ের গয়না আটকে রেখেছেন৷ এমনকী নিখিলের সঙ্গে নুসরতের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে, সেখান থেকেও টাকা তুলেছেন তিনি৷ নুসরত বলেন, ‘‘আমি ওঁনাকে ব্যবহার করেছি বলে অভিযোগ করা হচ্ছে৷ অথচ উনি আমার ব্যাঙ্ক থেকে মাঝ রাতে টাকা তুলে নিয়েছেন৷ আমার পরিবারের দেওয়া গয়না, কষ্টের টাকায় কেনা বহু জিনিস ওখানেই রয়ে গিয়েছে৷’’ 

নিখিল অবশ্য জানিয়েছেন, এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ তিনি৷ সামনেই মামলার শুনানির তারিখ৷ আদালতেই দেখা হবে৷ নুসরত জাহানকে আদালতে এসে বলতে হবে একসঙ্গে থাকতে চান না তিনি৷  

গত বছরের শেষে নিখিল জৈনের সঙ্গে ছাড়াছাড়ি হয় নুসরত হাজানের৷ নিখিলের বাড়ি থেকে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে আসেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী৷ এর পর থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয় বলে কানাঘুষো৷  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের জয়পুর ও আজমের শরিফ যাওয়ার ছবি৷ এর পরেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন৷ প্রসঙ্গত, এসওএস কলকাতা ছবির পর থেকেই যশের কাছাকাছি আসেন নুসরত৷  বিভিন্ন ইভেন্টে হাতে হাত রেখে ধরা পড়ে ‘যশরত’৷ যেখানে স্বামী নিখিলের কোনও অস্তিত্ব ছিল না৷ 

এরই মধ্যে একটি লিঙ্ক শেয়ার করেছেন অভিনেতা যশ৷ যেখানে লেখা, তুমি একজনের প্রাক্তনের সঙ্গে প্রেম করছ৷ অন্যজন তোমার প্রাক্তনের সঙ্গে প্রেম করছে তোমার প্রাক্তন পাচ্ছে অন্যজনের প্রাক্তনকে৷ একদিন থেকে এই জীবনে আমরা সবাই প্রাক্তন৷ 

আবার নুসরত জাহানের মা হওয়ার খবর নিয়ে নিখিল জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর জীবন সম্পর্কে আমার কোনও মতামত নেই৷ তিনি আমার জীবনে নেই৷ ভবিষ্যতেও থাকবেন না৷ ৭ মাস আগে ‘এসওএস কলকাতা’ ছবির পর থেকেই নিজেকে আলাদা করে নিয়েছি৷ কারণটা আপনাদের সকলেরই জানা৷ আইনি ভাবেও আমি আলাদা হয়ে যাব৷ আমি জানি না তাঁর জীবনে কী হচ্ছে৷ কার সঙ্গে থাকছেন৷ জানি না কার সন্তান আসছে৷ তবে নিশ্চিত ভাবে এই সন্তান আমার নয়৷ আমি একজন সহজ সরল মানুষ৷ আমি চিরাচরিত মূল্যবোধে বিশ্বাসী৷ ছলনা ও বিশ্বাসঘাতকতা শব্দগুলো আমার পারিবারিক অভিধানে নেই৷ আমরা চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছি৷ ভবিষ্যতের জন্য ভগবান তাঁকে আশীর্বাদ করুন৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =