‘নিখিলের সঙ্গে লিভ ইন করেছি, বিয়েটা ছিল অবৈধ, বিচ্ছেদের প্রশ্নই নেই’ বিবৃতি নুসরতের

‘নিখিলের সঙ্গে লিভ ইন করেছি, বিয়েটা ছিল অবৈধ, বিচ্ছেদের প্রশ্নই নেই’ বিবৃতি নুসরতের

কলকাতা:  নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক নিযে এবার মুখ খুললেন নুসরত জাহান৷ দীর্ঘ দিন ধরেই নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনারই অবসান করলেন সাংসদ অভিনেত্রী৷ 

আরও পড়ুন- শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার বাঁধতে চান রোশন, পৌঁছলেন আদালতে

২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে রূপকথায় বিয়ে সেরেছিলেন নুসরত৷ বিয়ের আসর বসেছিল তুরস্কের বোদরুমে৷ এবার তাঁর মা হওয়ার গুঞ্জনের মাঝেই নিখিলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী৷ বললেন, ওটা বিয়েই নয়৷ আসলে নিখিলের সঙ্গে লিভ ইন করেছিলেন তিনি৷ এক বিবৃতিতে নুসরত বলেন, ‘‘নিখিলের সঙ্গে সহবাস করেছিলাম মাত্র৷ বিয়ে করিনি৷ এই বিয়ে আইন অনুসারে হয়নি৷ তুরস্কের আইন অনুসারে এই বিয়ের অনুষ্ঠান ছিল অবৈধ৷ তিনি আরও বলেন, ‘‘হিন্দু-মুসলমান বিয়ের ক্ষেত্রে যে বিশেষ আইন অনুসরণ করা হয় এক্ষেত্রে তা মানা হয়নি৷ ফলে বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না৷ এটি মূলত বিয়েই নয়৷’’ 

সংবাদমাধ্যমের সামনে অভিনেত্রীর সাফ উক্তি, এই সম্পর্ককে বিয়ে না বলে লিভ ইন রিলেশনশিপ বলা যেতে পারে৷ তাই ডিভোর্সেরও প্রশ্ন নেই৷ আমার অনেক দিন আগেই আলাদা হয়ে গিয়েছে৷ এ বিষয়ে আর কিছু বলতে চাই না৷ তাঁর কথায়, ‘‘আমার ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছিলাম৷ আমি কী করছি তা বিচ্ছেদের উপর নির্ভর করে না৷’’ নুসরত বিয়ের কথা অস্বীকার করলেও তুরস্কে দুটি নিয়ম মেনে বিয়ে সেরেছিলেন তাঁরা৷ কলকাতায় ফিরে হয়েছিল গ্র্যান্ড রিসেপশন৷ এর পর তাঁদের লাভি-ডাবি ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ কিন্তু দেড় বছরের মধ্যেই ঘনায় বিচ্ছেদের মেঘ৷    

অন্যদিকে অভিনেত্রীর বোনের পড়াশোনা নিয়েও একটি প্রশ্ন উঠেছে৷ শোনা যায়, নুসরতের বোনের পড়াশোনার দায়িত্ব নাকি নিয়েছেন নিখিল জৈন৷ সে কথাও আজ অস্বীকার করেন নুসরত৷ তিনি সাফ জানিয়ে দেন, তাঁর বোন ও পরিবারের দায়িত্ব তিনি নিজেই পালন করেন৷ প্রথম থেকেই এই দায়িত্ব তিনি নিজেই পালন করে আসছেন৷ ফলে তাঁর বোন ও পরিবারের দায়িত্ব নিখিলের কাঁধে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল৷ 

অন্যদিকে নিখিল জানিয়েছেন, বিষয়টি যখন আদালতে তখন এই বিষয়ে কিছু বলতে চাই না৷ তবা ও আমার জীবনে নেই৷ ওঁবনে কী হচ্ছে জানি না৷ কার সন্তান আসছে বলতে পারব না৷ তবে নিশ্চিত ভাবেই এটা আমার সন্তান নয়৷ আমি একজন খুব সহজ সরল মানুষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =