শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার বাঁধতে চান রোশন, পৌঁছলেন আদালতে

শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার বাঁধতে চান রোশন, পৌঁছলেন আদালতে

কলকাতা:  টলি নায়িকাদের প্রেম কাহিনীতে মশগুল নেটপাড়া৷ একদিকে হটকেক নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন৷ অন্যদিকে ফের চর্চায় শ্রাবন্তী-রোশন৷ বিচ্ছেদের সুরেই মাঝেই ‘কাহানিমে ট্যুইস্ট’৷ তিক্ততা ভুলে স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে ফের নাকি সংসার পাতার ইচ্ছা প্রকাশ করছেন রোশন সিং৷ স্ত্রীকে পেতে চেয়ে তিনি পৌঁছে গিয়েছেন আদালতে৷ 

আরও পড়ুন-মা হওয়ার গুঞ্জনের মাঝেই নুসরতের নয়া পোস্ট, স্ত্রীর বিরুদ্ধে মামলা নিখিলের

বিচ্ছেদ না হলেও শ্রাবন্তীর সঙ্গে আলাদাই থাকছিলেন তাঁর তৃতীয় স্বামী রোশন৷ আর এরই মধ্যে ঘুরপাক খাচ্ছিল নয়া গুঞ্জন৷ আবার নাকি প্রেমে পড়েছেন শ্রাবন্তী৷ এদিকে, স্ত্রীর সঙ্গে যাবতীয় তিক্ততা ভুলে ফের সংসার পাতার স্বপ্ন দেখছেন রোশন সিং৷ এর জন্য ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’  ধারায় আদালতে মামলাও করেছেন তিনি৷ ফের শ্রাবন্তীর সঙ্গেও থাকতে চান রোশন৷ তবে হঠাৎ কেন তাঁর ভোলবদল তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ হঠাৎ করে কেন তারকা পত্নীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে উঠে পড়ে লাগলেন তিনি? জানা গিয়েছে, আগামী মাসেই মামলার শুনানি৷ যদিও এ প্রসঙ্গে মুখে কুলুপ উভয়েরই৷ 

যদিও নিন্দুকেরা বলছে, বিচ্ছেদের পর খোরপোশের দায় এড়াতেই এই পদক্ষেপ রোশনের৷ শ্রাবন্তীর নয়া প্রেমিককে নিয়ে যখন উত্তাল নেটপাড়া তখন রোশনের এই পদক্ষেপ জোড় ধাক্কা খেয়েছেন নেটিজেনরা৷ জানা গিয়েছে, শ্রাবন্তীর আবাসনের বাসিন্দা এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী৷ যার নাম অভিরূপ৷ প্রসঙ্গত, ২০১৬  সালে পরিচালক রাজীবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী৷ রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজকে বিয়ে করেন তিনি৷ এর পর ২০১৯ সালে রোশনের সঙ্গে সাতপাকে বাঁধে পড়েন টলিউডের এই মিষ্টি নায়িকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =