ভিন্ন ছবি কিন্তু একই ব্যাকগ্রাউন্ড! কোথায় রয়েছেন যশ-নুসরত?

ভিন্ন ছবি কিন্তু একই ব্যাকগ্রাউন্ড! কোথায় রয়েছেন যশ-নুসরত?

কলকাতা: বিবাহ বিচ্ছেদ থেকে লিভ ইন, আর সম্প্রতি তাঁর মা হওয়ার খবরে শিরোনামে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান৷ তাঁর সন্তানের বাবা কে তা নিয়ে নেট নাগরিকদের মধ্যে কৌতুহলের অন্ত নেই৷ এরই মাঝে ধেয়ে আসছে কটূক্তি৷ তা নিয়ে অবশ্য চিন্তিত নন নুসরত৷ আত্মগোপন নয়, বরং তিনি দারুণ ভাবে অ্যাকটিভ রয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ সঙ্গে পাল্লা দিচ্ছেন যশও৷ ইনস্টায় একের পর এক ছবি আর স্ট্যাটাস দিয়ে চলেছেন অভিনেতা৷ যা দেখে কেউ আপ্লুত, কেউ আবার ভ্রু কুঁচকে করছেন সমালোচনা৷ কিন্তু কোথায় রয়েছে এই লাভ বার্ডস? 

আরও পড়ুন- ‘রোলার কোস্টারে জুড়ল আরও একটা বছর’, জন্মদিনে কী রেজোলিউশন নিলেন ঋতাভরী?

এদিকে নুসরত কখনও গর্ভের সন্তানকে নিয়ে ডুব দিচ্ছেন নীল দলে৷ কখনও আবার করছেন বিজ্ঞাপনের শ্যুটিং৷ অন্যদিকে নিজের শরীর চর্চার ছবি পোস্ট করছেন যশ৷ যেখানে সবুজে মোড়া ব্যাকগ্রাউন্ডে সাইকেল কাঁধে পোজ দিয়েছে তিনি৷ গায়ে হুডেড স্লিভলেস টি শার্ট৷ চোখে সালগ্লাস৷ সঙ্গে অর্থবহ ক্যাপশন৷  Let’s “SUN” the Day’. সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, #weekending, sunny mornings, outdoor lovers৷  

আরও পড়ুন- দৃষ্টিশক্তি হারাতে চলেছেন গায়িকা পরমা? পোস্ট কোভিডে বিভীষিকা

এদিকে, রবিবার সকালে নুসরতও একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে সাদা টিশর্টে৷ তার উপর রয়েছে একটি কার্টুনের ছবি৷ চোখে রোদ চশমা৷ কিন্তু উল্লেখ্য বিষয় হল, নুসরত আর যশ উভয়ের ছবির ব্যাক গ্রাউন্ডই প্রায় এক৷ চারিদিক সবুজে ঘেরা৷ নুসরতের সানগ্লাসেও ধরা পড়েছে সবুজ ঘাসের ছবি৷ এক অনুরাগী আবার লিখেছেন, ছবিটি তুলে দিয়েছে যশ৷ সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে৷ যশের সঙ্গে অভিনেত্রীর ক্যাপশনও প্রায় এক৷ তিনি লিখেছেন, “Stun” the “Sun”৷ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন  weekending৷  দু’জনের হ্যাশট্যাগ আরও বেশি করে উস্কে দিয়েছে জল্পনা৷ তবে কি এক সঙ্গে কোথাও ছুটি কাটাতে গিয়েছেন যশ-নুসরত? কোথায় আছেন তাঁরা? একসঙ্গে সপ্তাহান্ত কাটাচ্ছেন? তবে কি পিতৃত্ব এবার স্বীকার করবেন যশ? নানা প্রশ্নে জেরবার নেট পাড়া৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + fifteen =