জলের নীচে ‘জলপরী’ নোরা! রূপের আগুনে নেটপাড়ায় মন ছুঁলেন নেটিজেনদের

জলের নীচে ‘জলপরী’ নোরা! রূপের আগুনে নেটপাড়ায় মন ছুঁলেন নেটিজেনদের

মুম্বই:  রূপের আগুন জ্বালিয়ে নেট পাড়ায় ঝড় তুললেন নোরা ফতেহি। দিন দিন তিনি যেন আরও মোহময়ী৷ এক কথায় বলতে গেলে একেবারে চেনা দায়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী৷ যা দেখে উপচে উঠেছে কমেন্ট বক্স৷ ঝড় উঠেছে নেটপাড়ায়৷

আরও পড়ুন- কোন প্রশ্নের উত্তরে ‘মিস ইউনিভার্স’ হরনাজ?

 

Nora Fatehi

নোরা ফতেহির রূপে কে না ফিদা৷ তাঁর লাস্যময়ী রূপ ঘুম কেড়েছে অগনিত ভক্তের৷ যে রূপে নোরার আত্মপ্রকাশ ঘটেছিল, তাকে পিছনে ফেলে ক্রমেই মোহময়ী হয়ে উঠছেন তিনি৷ শরীর চুঁইয়ে পড়ছে গ্ল্যামার৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একের পর এক ছবি৷ তবে তাঁর কেরিয়ার শুরুর পথটা খুব একটা মসৃণ ছিল না৷ বলিউডে পা রেখেই খ্যাতির শিখরে পৌঁছেছেন এমনটা নয়৷ ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার৷ কিন্তু অফার না পেয়ে শুরু করেন বিজ্ঞাপন দিয়ে৷ তার পর ডান্স আইটেম৷ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে এগিয়ে গিয়েছেন নোরা৷ 

Nora Fatehi

তাঁর পরিবারের ইচ্ছা ছিল আর পাঁচজনের মতো চাকরি করুক মেয়ে কিন্তু নোরার ঝোঁক ছিল নাচে৷ টিভি দেখে নাচের অনুশীলন শুরু করেন৷ সেই সঙ্গে তাঁর মনে বাসা বাঁধে অভিনেত্রী হওয়ার স্বপ্ন৷  বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হয় তাঁর৷ এর পর নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় মডেল হিসাবে প্রতিষ্ঠা করেন৷ বলিউডে টপ আইটেম ডান্সারের স্বীকৃতি কেড়ে নেওয়ার পাশাপাশি শুরু করেছেন অভিনয়ও৷  

Nora Fatehi

কেরিয়ারের শুরুর দিকে আর্থিক ভাবে অস্বচ্ছল ছিলেন নোরা৷ এমনও হয়েছ, বিজ্ঞাপনে কাজ করেও টাকা পাননি৷ তবে হার মানেননি৷ তবে বলিউডে এটা রোজনামচা৷ অনেকেই কাজ করার পর টাকা পান না৷ বিশেষ করে নতুনরা৷ নোরাও তাঁদেরই একজন৷ তবে বলিউডে তিনি এখন পরিচিত মুখ৷

Nora Fatehi

পাকাপাকিভাবে অভিনেত্রী হয়ে উঠতে না পারলেও নাচের দুনিয়ায় তিনি সুপারস্টার৷ সদ্য মুক্তি পাওয়া কুসু কুসু গানে ভাইরাল হয়েছেন তিনি৷ প্রতিটা লুকে তিনি তাক লাগিয়েছেন৷ নয়া গানে ভাইরাল নোরা বিটাউনের হিট লিস্টের ইউএসপি। এবার জলপরীর রূপে তাক লাগালেন তিনি৷ জলের নীচে জলপরী নোরাকে দেখে ফিদা নেটিজেনরা৷ 

Nora Fatehi

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =