Aajbikel

কোন প্রশ্নের উত্তরে ‘মিস ইউনিভার্স’ হরনাজ?

 | 
হরনাজ

নয়াদিল্লি: ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের ভারতের ঘরে এসেছে ‘মিস ইউনিভার্সে’র খেতাব৷ সুস্মিতা সেন, লারা দত্তের পর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র শিরোপা উঠেছে ক্যান্ডি’র শিয়রে৷ হ্যাঁ, ঠিক এই নামেই হরনাজকে ডাকেন তাঁর প্রিয়জনরা৷ কিন্তু কোন প্রশ্নে বাজিমাত করলেন পঞ্জাবের এই সুন্দরী?

আরও পড়ুন- ২১ বছর পর মিস ইউনিভার্স’-এর তাজ উঠল ভারতের হারনাজ সান্ধুর মাথায়


‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রশ্ন করা হয়েছিল, সাম্প্রতিক কালে নারীরা বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হন৷ সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাঁদের কী পরামর্শ দেবেন? এর জবাবে পঞ্জাবের সুন্দরী বলেন, ‘সম্প্রতি নারীরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন৷ আমি নিজে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে৷ কিন্তু আমি সেগুলিকে জয়ও করেছি৷ আপনি সবার চেয়ে আলাদা- এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করলেন চলবে না৷ পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে। সেগুলি নিয়ে আলোচনা করতে হবে।”



নারীদের উদ্দেশে ‘মিস ইউনিভার্সে’র বার্তা, “সামনে এগিয়ে আসুন, নিজের কথা নিজে বলুন, আপনার জীবনের নেতৃত্ব আপনারই হাতে। আপনার অভিমত আপনারই। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আমি এখানে দাঁড়িয়ে।”


প্রসঙ্গত, মিস ইউনিভার্সে’র অপর দুই প্রতিযোগী মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও একই প্রশ্ন করা হয়েছিল। কিন্তু নিজের বুদ্ধিমত্তায় বাকি দু’জনকে পিছনে ফেলেন মিস ইন্ডিয়া৷ মিস ইউনিভার্সের খেতাব জিতে নেন ২১ বছরের হরনাজ সান্ধু৷ প্রসঙ্গত, রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। মিস ইউনিভার্সের খেতাব জেতার পরেই মাতৃ ভাষায় হরনাজ বলেন, ‘চাক দে ফাটে ইন্ডিয়া’৷ 

Around The Web

Trending News

You May like