‘তারক মেহতা কা উল্টা চাশমা’ খ্যাত নিধি এ কী করছেন? শোরগোল নেটপাড়ায়

‘তারক মেহতা কা উল্টা চাশমা’ খ্যাত নিধি এ কী করছেন? শোরগোল নেটপাড়ায়

মুম্বই: টেলিভিশন দুনিয়ার এক পরিচিত নাম নিধি ভানুশালী৷ লোকে তাঁকে বেশি চেনে ‘তারক মেহতা কা উল্টা চশমা’র সোনু নামে৷ যদিও অনেক দিন আগেই সেই তিনি শো ছেড়েছেন তিনি৷ তবে তাঁকে নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের৷ 

আরও পড়ুন- ৪০-এই শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত অভিনেতা জাগনুর

নিধি

সোশ্যাল মিডিয়াতে ভানুর ফ্যান ফলোয়িং নেহাত কম নয়৷ সম্প্রতি তাঁর একটি পুরনো ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে তাঁকে দেখা যায় সিগারেট হাতে বান্ধবীর সঙ্গে পোজ দিতে৷ যা নিয়ে ফের শোরগোল৷ কিন্তু দাঁড়ান কল্পনার ঘোড়া ছোটানোর আগে বলে দেওয়া ভালো, এটা কিন্তু শুধুই একটা পোজ৷ আসল সিগারেট নয়৷ তাই বিতর্ক উস্কেও আর লাভ নেই৷ 

nidhi

সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানা ছবি পোস্ট করে থাকেন নিধি৷ তিনি ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়৷ নিধির বিকিল লুকস রীতিমতো ঝড় তুলেছিল নেট পাড়ায়৷  জল নিধির খুবই পছন্দের৷ সাগরের নীল জলে খেলা করতেও দেখা গিয়েছে তাঁকে৷  

নিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =