৪০-এই শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত অভিনেতা জাগনুর

৪০-এই শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত অভিনেতা জাগনুর

মুম্বই:  বলিউডে ফের শোকের ছায়। সিদ্ধার্থের স্মৃতি উস্কে মাত্র ৪০-এই ফুরিয়ে গেল তাজা প্রাণ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ জাগনুর আনেজা। মিশরে বেড়াতে গিয়ে আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ 

আরও পড়ুন- ‘তোমার চরিত্রের দাগ যাবে?’ ডিটার্জেন্টের বিজ্ঞাপন করে চরম ট্রোল্ড নুসরত

এমটিভি রিয়েলিটি শো ‘লাভ স্কুল’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন জাগনুর৷ সেখান থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি৷ গতকাল মিশরে দুর্ঘটনাটি ঘটে৷ শেষ ইনস্টা পোস্টে জাগনুর লিখেছিলেন, ‘গিজার পিরামিড দেখতে পেয়ে আমার স্বপ্ন সত্যি হল৷ আমার বাকেট লিস্ট থেকে একটা জায়গা কমল৷’ তাঁর আচমকা মৃত্যুর খবরে সকলেই শোকস্তব্ধ৷ ভাইরাল হয়ে গিয়েছে তাঁর শেষ ভিডিয়োটি৷ কমেন্ট বক্স ভরে গিয়েছে অনুরাগীদের শোকবর্তায়৷ 

জাগনুর

জাগনুরের মৃত্যুর খবর পেয়ে বিগ বস-১১-র প্রতিযোগী বন্দগী কালরা লেখেন, ‘‘হে ঈশ্বর, এটা কি সত্যি? কী হয়েছিল ওঁর? অভিনেত্রী শিল্পা শেট্টি, রণবিজয় সিংহের মতো তারকাদের সঙ্গে হৃদ্যতা ছিল জাগনুরের। ইনস্টাগ্রামে তাঁদের সঙ্গে অনেক ছবিও পোস্ট করতেন তিনি৷ মিশরে গিয়েও অসাধারণ সব ছবি, ভিডিয়ো পোস্ট করেছিলেন জাগনুর। বিদেশ সফরের টুকরো টুকরো ঝলক পৌঁছে দিচ্ছিলেন অনুরাগীদের জন্য। তাঁর আকস্মিক মৃত্যুতে হতভম্ব অভিনয় জগত৷ 

২ সেপ্টেম্বর সকলকে কাঁদিয়ে একইভাবে মাত্র ৪০ বছর বয়সে চিরবিদায় নিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তিনিও মারা গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷ পরপর দুই তরুণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =