মুম্বই: মাদককাণ্ডে গত রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। এর পর থেকেই ফাঁস হতে শুরু করেছে একের পর এক রহস্য। বিতর্কের জলও গড়িয়েছে বহুদূর৷ এনসিবি’র দাবি, আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করে অনেক গোপন সূত্র উঠে এসেছে৷ সেই সূত্র ধরেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে ১৭ নম্বর অভিযুক্ত অর্চিত কুমারকে৷
আরও পড়ুন- Teri.Triplets-এ চরম বিভ্রান্তি, তিন বোনের এক রূপে ভ্যাবাচ্যাকা খায় প্রেমিকরাও
এদিকে, আজই আরিয়ান খান সহ এই মামলায় গ্রেফতার আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ এদিন দুপুরে আদালতে তোলা হয় তিন অভিযুক্তকে। পাশাপাশি এদিন আদালতে তোলা হয় এই মামলায় এনসিবি’র হাতে গ্রেফতার আরও পাঁচ অভিযুক্তকেও৷ এদিন আরিয়ানকে যখন আদলতে তোলা হয় তখন তাঁর পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস৷ মুখ ঢাকা ছিল কালো মাস্কে৷ মাথায় ছিল সাদা টুপি৷
আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকারের এজলাসে ছিল মাদক মামলার শুনানি৷ রিমান্ডের কপিতে আরিয়ান, আরবাজ সহ ছয় অভিযুক্তকেই ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে চেয়েছে এনসিবি৷ এদিকে ধৃত অর্চিত কুমারকে ৯ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেছে আদালত৷ মাদক চক্রের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অর্চিত৷ এমনটাই দাবি এনসিবি’র৷ আরিয়ানদের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনসিবি৷