Teri.Triplets-এ চরম বিভ্রান্তি, তিন বোনের এক রূপে ভ্যাবাচ্যাকা খায় প্রেমিকরাও

Teri.Triplets-এ চরম বিভ্রান্তি, তিন বোনের এক রূপে ভ্যাবাচ্যাকা খায় প্রেমিকরাও

নয়াদিল্লি: প্রকৃতির রহস্যজাল ভেদ করা মানুষের কাম্য নয়৷ প্রকৃতি কখন কী রূপ দেখায়, কোনও কোনও সময় তা অনুমান করাও কঠিন হয়ে পড়ে। তেমনই এক আশ্চর্য সংযোগ হল যমজ কিংবা একসঙ্গে জন্ম নওয়া তিন ভাইবোনের রহস্য৷ 

আরও পড়ুন- NCB হেফাজতে আরিয়ান, বাকিদের মতোই সাধরণ খাবার খেলেন স্টার কিড

টেরি

যমজ সন্তান হামেশাই দেখা যায়৷ একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ারও উদাহরণও রয়েছে৷ আজ এমনই তিন বোনের কথা বলব, যাঁদের দেখতে হুবহু এক৷ যাঁদের একই উচ্চতা, একই গড়ন৷ এ পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু তিন বোনের জীবনেই রয়েছে এক জটিল সমস্যা৷ কারণ তাঁদের তিনজনের বয়ফ্রেন্ডই চিনে নিতে পারেন না তাঁদের প্রেমিকাকে৷ কে কার গার্লফ্রেন্ড তা বুঝে উঠে গিয়েই আকছাড় বিভ্রান্ত হন তাঁরা৷  এই তিন বোন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

teri

আমার যমজ সন্তানের কথা হামেশাই শুনে থাকি৷ কিন্তু ব্রিটেনের এই তিন বোন এখন ইন্টারনেটে সেনসেশন হয়ে গিয়েছে৷ তাঁরা ব্রিটেনে কেন্টের বাসিন্দা৷ ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই ত্রয়ীর নাম সেরেনা,  কেলি এবং এলিস টেরি। এই তিন বোন ‘’টেরি ট্রিপলেট’’  নামেই জনপ্রিয়। তবে কে সেরেনা, কে এলিস আর কে কেলি সে কথা মাঝে মধ্যে  তাঁদের খুব কাছের লোকেরাও বুঝে উঠতে পারে না৷ 

টেরি

লোকে তাঁদের দেখে বিভ্রান্ত হলেও টেরি ট্রিপলেটস কিন্তু দিনভর মস্তিতে থাকে৷ কিন্তু একই রকম চেহারার জন্য অনেক সময় তাঁদের সমস্যার সম্মুখীনও হতে হয়। তবে তিন বোনই অধিকাংশ সময়ে একসঙ্গে কাজ করেন৷ একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট করেন৷ শুধু তাই নয়, অনেক সময় তাঁরা একই ধরনের পোশাক পরেন, একই রকম মেকআপ করেন এবং এমনকী চুলের রঙও এক রাখেন।

teri

ইনস্টাগ্রামে টেরি ত্রিপলেট নামে একটি অ্যাকাউন্টও আছে তাঁদের৷ সেই অ্যাকাউন্টে তাঁরা প্রতিনিয়ত ছবি পোস্ট করতে থাকেন৷ টিকটকেও তাঁদের প্রায় ১০ লক্ষ অনুরাগী রয়েছে৷ কিছু ব্র্যান্ডের সঙ্গেও জড়িত তাঁরা৷ সেরেনা, কেলি এবং অ্যালিসের অনুরূপ চেহারা তাঁদের প্রেমিকদের সংশয়ের মধ্যে ফেলে দেয়। যদিও এই তিনজনের মধ্যে মাত্র একজনই এই মুহূর্তে সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু এর আগে এটি ঘটেছিল যখন তাঁদের বয়ফ্রেন্ডরা বিভ্রান্ত হয়েছিল যে এই তিনজনের মধ্যে কে তাঁদের বান্ধবী। যদিও এই তিন বোনের মধ্যে বন্ধন খুব মজবুত। এই কারণে তাদের সম্পর্ক প্রভাবিত হয় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =