একসঙ্গে বসে মাদক নিতেন! রিয়ার বয়ানের ভিত্তিতে সারাকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় NCB’র?

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নয়া মোড়। ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত থাকার কারণ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। আর রিয়ার গ্রেফতারের পর থেকেই তাঁকে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে তার জিজ্ঞাসাবাদ করে ২৫ জন মাদকাসক্তর নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন সারা আলি খান এবং রকুল প্রীত সিং। রিয়া জানিয়েছেন তিনি তাঁদের সঙ্গে বসে ড্রাগ নিতেন। শোনা যাচ্ছে এই মামলায় সইফ আলি খানের কন্যা সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নয়া মোড়। ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত থাকার কারণ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। আর রিয়ার গ্রেফতারের পর থেকেই তাঁকে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে তার জিজ্ঞাসাবাদ করে ২৫ জন মাদকাসক্তর নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন সারা আলি খান এবং রকুল প্রীত সিং। রিয়া জানিয়েছেন তিনি তাঁদের সঙ্গে বসে ড্রাগ নিতেন। শোনা যাচ্ছে এই মামলায় সইফ আলি খানের কন্যা সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করতে পারে নারকটিকস কন্ট্রোল ব্যুরো।

সূত্রের খবর রিয়াকে যে মাদকের কারবারি মাদক সরবরাহ করত, সেই নাকি সারা আলি খানকেও মাদক দিত। আর প্রায়শই একসঙ্গে রিয়া, সারা আলি খান এবং রকুল প্রীত সিং মাদক নিতেন। এই খবর প্রকাশ্যে আসার পরই সুশান্ত সিং রাজপুত মামলায় এসেছে নতুন মোড়। এখন এনসিবি জানতে চেষ্টা করছে রিয়া এবং সারার সঙ্গে কি কোনও বড় মাদক পাচারকারী যোগাযোগ ছিল? যোগাযোগ থেকে থাকলে সেই মাদক পাচারকারী কে, তা জানার চেষ্টা চালাচ্ছে এনসিবি। এই নিয়ে শীঘ্রই সারা আলি খানকে তলব করা হতে পারে বলে খবর। দিও এখনও অভিনেত্রী বা তাঁর পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: চক্রবর্তী পরিবারে এল নতুন সদস্য, পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী

এদিকে সুশান্ত সারার সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। শোনা গিয়েছিল যে থাইল্যান্ড ট্রিপে একসঙ্গে গিয়েছিলেন দুজনে। হোটেলেও একসঙ্গে ছিলেন তাঁরা। সারার জন্যই প্রাইভেট বিমান ভাড়া করেছিলেন সুশান্ত। সারা ও সুশান্তের সম্পর্ক নিয়ে এর আগে একাধিক মানুষ মুখ খুলেছেন। এবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন গাড়িচালক ধীরেন্দ্র যাদব। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত সুশান্তের গাড়ি টালাতেন তিনি। সম্প্রতি সিবিআইকে ধর্মেন্দ্র জানিয়েছেন 'কেদারনাথ' ছবির সময় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অনেক বার সুশান্তের বাড়িতে এসেছিলেন সারা। কিন্তু 'সোনচিড়িয়া' ছবি মুক্তির পর সারা সুশান্তের বাড়ি আসা বন্ধ করে দেন। থাইল্যান্ড থেকে ফেরার ১০ দিনের মধ্যেই দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কারণ সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বর বালাই নেই, সংবাদমাধ্যমের উপর ফেটে পড়লেন কৃতি

রিয়াকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে মুম্বইয়ের বাইকুল্লা জেলে রাখা হয়েছে রিয়াকে। রিয়ার বয়ানের ভিত্তিতে বলিউডে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে সমস্ত বলিউডি মাথাদের তলব করবে বলে ঠিক করেছে এনসিবি, তাদের তথ্য আরও ভাল করে যাচাই করে নিতে মরিয়া সংস্থা। এই বিষয়ে দিল্লিতে এনসিবির দুই শীর্ষ আধিকারিক রাকেশ আস্থানা এবং কেপিএস মালহোত্রা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বিষয়টি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর এবং এই মামলায় যেহেতু বলিউডের একাধিক প্রভাবশালী কলাকুশলীরা যুক্ত রয়েছেন, তাতে করে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি বলিউডে কিভাবে মাদক পাচার হয়, সেটাই এখন একমাত্র লক্ষ্য এনসিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 1 =