রোমান্টিক মুডে হানিমুনে মৌনি, নেটপাড়ায় ভাইরাল সূরজের সঙ্গে অন্তরঙ্গ ছবি

রোমান্টিক মুডে হানিমুনে মৌনি, নেটপাড়ায় ভাইরাল সূরজের সঙ্গে অন্তরঙ্গ ছবি

মুম্বই: গোয়ার সমুদ্র সৈকতে চোখ ধাঁধানো বিয়ের আসর৷  মৌনি-সূরজ সাত পাকে বাঁধা পড়তেই একের পর এক ছবি ভাইরাল নেট পাড়ায়৷ নব দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বলিউডের গর্জিয়াস ডিভা মৌনি রায়কে নিয়ে আগ্রহেরও অন্ত নেই অনুরাগীদের৷ তাঁর খুঁটিনাটি জানতে মুখিয়ে থাকেন ভক্তরাও। বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে আরও বেশি মাতোয়ারা বি-টাউনের অনুরাগীরা। 

আরও পড়ুন- চলে গেলেন মহাভারতের ‘ভিম’, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রবীণ কুমার সবতি

মৌনি

কয়েক দিন আগেই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মৌনি রায়৷  এর পর থেকেই তাঁদের প্রতি মুহূর্তের আপডেট পেতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। বলে রাখা ভালো, হট হ্যাপেনিং কাপল এখন হানিমুনে রয়েছেন৷ স্বামী সূরজের সঙ্গে কাশ্মীরে সময় কাটাচ্ছেন বঙ্গতনয়া৷ কাশ্মীরের শ্বেতশুভ্র বরফকে সাক্ষী রেখে সূরজ ও মৌনি ধরা দিয়েছেন রোম্যান্টিক পোজে।  হানিমুনের ছবি পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল৷ 

mouni

স্বামীর সঙ্গে চুটিয়ে এনজয় করছেন হানিমুনের প্রতিটা মুহূর্ত৷ সেটা মৌনির সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায়৷ প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে সূরজের সঙ্গে মৌনির সিজলিং কেমিস্ট্রি৷ মৌনির শেয়ার করা ছবিতে শুধু বরফই নয়, ধরা পড়েছে পাহাড়, ঝর্ণা, নদী সবটাই৷ আর প্রকৃতির কোলে আরও বেশি করে ভালোবাসায় জড়িয়েছে মৌনি-সূরজ৷ 

মৌনি

বিয়ের কয়েক দিন পরেই লাল বেনারসিতে বিমানবন্দরে ধরা দিয়েছিলেন মৌনি রায়৷ সেই সময়েও ভক্তরা তাদের ভালোবাসা উজার করে দিয়েছিল৷ সকলকে প্রকাশ্যে চুমুতে ভরিয়েছিলেন সূরজ৷ এবার হনিমুনের আদুরে ছবিতে ভরালেন বলিউড তারকা৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + twenty =