Aajbikel

চলে গেলেন মহাভারতের ‘ভিম’, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রবীণ কুমার সবতি

 | 
ভীম
 

মুম্বই: প্রয়াত জনপ্রিয় টেলি তারকা প্রবীণ কুমার সবতি৷ টেলিভিশনের পর্দায় ‘মহাভারত’-এর ‘ভীম’ হিসাবেই অধিক পরিচিত তিনি৷  সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীণ কুমার সবতির৷ বয়স হয়েছিল ৭৫ বছর৷ 

আরও পড়ুন- ছেটাননি থুতু! লতার শেষ শয্যায় মাস্ক নামিয়ে ঠিক কি করছিলেন শাহরুখ?

বি আর চোপড়া জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’-এ ভীমের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সিরিয়ালের এই চরিত্রের পর ‘ভীম’ নামেই বেশি পরিচিত প্রবীণ। মহাভারত ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্র অভিনীত ‘লোহা’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি৷ তাঁর অভিনয় সাড়া ফেলেছিল দর্শক মনে৷ 

শাহেনশা এবং লোহা ছাড়াও ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন প্রবীণ। এর পর রাজনীতির চটিতেও পা গলিয়েছিলেন তিনি। ২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী হয়েছিলেন প্রবীণ।


পেশায় অভিনেতা হলেও প্রবীণের জীবন শুরু হয়েছিল এক জন ভাল অ্যাথলিট হিসাবে। এশিয়ান গেমসে চার বার স্বর্ণ পদক জয়ী প্রবীণের ইভেন্ট ছিল ডিসকাস এবং হ্যামার থ্রো৷ ১৯৬৮-তে মেক্সিকো এবং ১৯৭২-এ মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বর্ষীয়ান এই অভিনেতা৷ জিতেছিলেন অর্জুন পুরস্কার। সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন তিনি। 


 

Around The Web

Trending News

You May like