নীল বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি

নীল বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি

মুম্বই:  ঝুমা বৌদি মানেই উষ্ণতা। তাঁর ভরা যৌবনের আগুনে পুড়ে ছাই পুরুষ হৃদয়। লাস্যময়ী শরীরে বোল্ড অবতারে ক্লিন বোল্ড তাঁর দেবররা। ঝুমা বৌদির শরীরি উন্মাদনায় গা ভাসাতে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ভক্তদের ভিড়৷ আরও একবার শরীরি উত্তাপে পুরুষদের ঘুম ওড়ালেন তিনি৷ নীল বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ৷ ছবি পোস্ট হতেই ভাইরাল৷ সুইমিং পুলের নীল জলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা৷ 

আরও পড়ুন- একদা একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন! ৪৬-এ যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা

মোনালিসা

বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র৷ বয়সকে দশ গোল দিয়ে ঝরে পড়ছে গ্ল্যামার৷ পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তাও৷ ঝুমা বৌদির ভক্তের সংখ্যাও নেহাত কম নয়৷ বিগ বস-এ আসার পর থেকেই প্রচারে দুপুর ঠাকুরোপর ঝুমা বৌদি৷ তাঁর সেক্সি ফিগারে কাবু লাখো অনুরাগী৷ তাঁদের জন্য নিয়মিত ছবি বা ভিডিয়ো আপলোডও করেন ভোজপুরী অভিনেত্রী৷ তবে ভোজপুরি ছবি ছাড়াও ১৩০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। মোনালিসার  সেই সকল ছবি প্রকাশ্যে আসতেই হতবাক নেটিজেনরা৷ 

 

ঝুমা

বৌদির কোমরের ভাঁজে কুপোকাত নেটিজেনরা। তাঁর বোল্ড অবতার থেকে যেন নজরই সরাতে পারেন না নেটিজেনরা৷ এবারও তাই হল। ঝুমা বউদির হট পোজ নেটদুনিয়ায় হটকেক। নীল জলে পা ডুবিয়ে নীল বিকিনি পরে পোজ দিয়েছেন ঝুমা বৌদি৷ বিকিনিতে ঠিকরে বেরচ্ছে ক্লিভেজ৷ দু’পাশে ঝুলছে দুটি বিনুনি৷ তাতে আবার গোঁজা রয়েছে ফুল৷ বৌদির খোলামেলা শরীর দেখে ঘাম ঝরেছে ঠাকুরপোদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =