Aajbikel

গানের তালে দুলছে শরীর, এমএমএস-কাণ্ডের পর নতুন ভিডিয়োয় রোমহর্ষক অঞ্জলি

 | 
অঞ্জলি

মুম্বই: অঞ্জলি অরোরা৷ নামটাই কাফি৷ এমএমএস-কাণ্ডের পর তিনি এখন অতি পরিচিত মুখ৷ তবে এমএমএস-কাণ্ডের পরেও তিনি নানা রকম অবতারে ধরা দিয়েছেন৷ কখনও পঞ্জাবি, কখনও হিন্দি কখনও আবার বাংলা গানের তালে শরীর দুলিয়েছেন তিনি। কিছু দিন আগেই তো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি ভিডিয়োটি আপলোড করেছিলেন অঞ্জলি৷ যা রীতিমতো ভাইরাল। এর মধ্যেই আরও এক ভিডিয়োয় ভাইরাল হয়েছে তাঁর। যেখানে একটি ক্রপ টপ আর জিন্‌সে দেখা গিয়েছে তাঁকে। ‘সাঁইয়া দিল মে আনা রে’ গানের তালে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন অভিনেত্রী। যদিও এই ভিডিয়োটি বেশ অনেক দিন আগের আপলোড করা৷ তাঁর সাম্প্রতিক এমএমএস কাণ্ডের জেরে ভাইরাল সেই পুরনো ভিডিয়ো।

আরও পড়ুন- হিজাবের বিরোধিতায় পোশাক খুলে নগ্ন হলেন ইরানি অভিনেত্রী এলনাজ, ভিডিয়ো পোস্ট ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামে অঞ্জলির অনুরাগীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। তাঁর নাচের ভিডিয়োগুলি দেখে মুগ্ধ অনুরাগীরা৷ তবে অনেকেই নাক সিঁটকেছেন৷ কটূক্তি করেছেন। সম্প্রতি ‘টি সিরিজ’-এর সঙ্গে  অঞ্জলির একটি মিউজিক ভিডিয়োও মুক্তি পেয়েছে। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে বিশাল পণ্ডেকে।


Around The Web

Trending News

You May like