Aajbikel

হিজাবের বিরোধিতায় পোশাক খুলে নগ্ন হলেন ইরানি অভিনেত্রী এলনাজ, ভিডিয়ো পোস্ট ইনস্টাগ্রামে

 | 
এলনাজ

তেহরান:  পোশাক বিধি লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ২২ বছরের তরুণী মাশা আমিনি৷ কিন্তু রহস্যজনকভাবে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তাঁর৷ মাশার মৃত্যুর প্রতিবাদে এখনও জ্বলছে ইরান৷ নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদের মশাল হাতে পথে নেমেছেন৷  ইরানের কট্টরপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এই আবহেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনব প্রতিবাদ জানালেন ইরানিয়ান অভিনেত্রী এলনাজ নরৌজি৷ তিনি ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত৷ ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করেই খ্যাতি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন- হু হু করে কমছে ফেসবুক ফলোয়ারর্সের সংখ্যা! মাথায় হাত তারকাদের, কী ঘটল এমন?

এদিন ইরানের নীতি পুলিশির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বোরখা-সহ শরীরের সমস্ত পোশাক খুলে প্রতিবাদ জানালেন অভিনেত্রী। ওই ভিডিয়োয় তিনি একটাই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন৷ তিনি বোঝাতে চেয়েছেন, মহিলারা অন্যের ইচ্ছায় নয়, পোশাক পরবেন নিজের ইচ্ছা মতো৷  ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হিজাব এবং বোরখায় আপাদমস্তক ঢাকা এলনাজ একে একে খুলে ফেলছেন মাথার আবরণ, তারপর বোরখা এবং শেষে পোশাকও। শেষে এক খণ্ড পোশাক এবং হাত দিয়ে লজ্জা নিবারণ করে নিজের নিরাবরণ ছবি পোস্ট করেন অভিনেত্রী। নিজের পোশাক পরা এবং পোশাক ছাড়া ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দু’টোর মধ্যে যে কোনও একটি আমার পছন্দ হতে পারে।  সেই পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা আমাদের দিতে হবে।

হিজাবের বিরোধিতায় পোশাক খুলে নগ্ন হলেন ইরানি অভিনেত্রী এলনাজ, ভিডিয়ো পোস্ট ইনস্টাগ্রামে


ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওটির ক্যাপশনে এলনাজ লিখেছেন, “বিশ্বের প্রত্যেকটি নারীর যে কোনও জায়গায় নিজের ইচ্ছামতো পোশাক পরার অধিকার কিংবা স্বাধীনতা থাকা উচিত। কোনও পুরুষ বা মহিলার সেই জামাকাপড় নিয়ে প্রশ্ন তোলার বা বিচার করার অধিকার থাকতে পারে  না। নীতিপুলিশি করার অধিকারও কারও নেই।”

Around The Web

Trending News

You May like