Aajbikel

হু হু করে কমছে ফেসবুক ফলোয়ারর্সের সংখ্যা! মাথায় হাত তারকাদের, কী ঘটল এমন?

 | 
মার্ক জুকারবার্গ

কলকাতা: হু হু করে কমছে অনুরাগীর সংখ্যা৷  যে সকল তারকার কোটি কোটি অনুরাগী, সেই সংখ্যা ঠেকেছে আট-নয় হাজারে! এই ঘটনায় শোরগোল পড়েছে গোটা বিশ্বে৷ বাসে- ট্রেনে এখন একটাই টপিক। এমন কাণ্ড ঘটেছে খোদ মার্ক জুকারবার্গের সঙ্গেও!

আরও পড়ুন- ভূতে ভয়! এক দিনের জন্য ভূত হলে কোন নায়িকার ঘাড়ে চাপবেন? জানলেন ক্যাটরিনা

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুরাগীর সংখ্যা কমার পাশাপাশি ফলোয়ার্স কমেছে টলিপাড়ার নায়ক-নায়িকাদেরও৷ টলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত লিখেছেন, “চার লক্ষ অনুরাগী কমে গিয়ে শেষে কি না নয় হাজার? কারণটা কী?” 

খোঁজ-খবর নিয়ে জানা গেল রহস্য৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, অনুরাগীর সংখ্যা কমেনি। যে সংখ্যাটি দেখা যাচ্ছে তা হল দৈনিক হিসাব। প্রতি দিন কত করে অনুরাগীর সংখ্যা বাড়ছে সেই হিসাবটাই এখন দেখা যাচ্ছে। তবে যাঁর অ্যাকাউন্ট, তিনি নিজে যখন অ্যাকাউন্ট খুলবেন, তখন আসল অনুরাগীর সংখ্যাটাই দেখতে পাবেন।

সোশ্যাল মিডিয়ার অনুরাগীর সংখ্যা বিচারে তারকাদের প্রতিপত্তি অনেকটাই নির্ভর করে। যাঁর  অনুরাগীর সংখ্যা যত বেশি, তত বেশি অঙ্কের টাকা মেলে পোস্ট পিছু। আচমকা অনুরাগীদের হারিয়ে তাই অনেকেই চিন্তিত৷  এ প্রসঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সংবাদমাধ্যমকে বলেন, “যাঁরা অনুরাগীর সংখ্যা নিয়ে  চিন্তিত, তাঁদের জন্য সত্যিই সমস্যার। তবে এ সবে আমার কোনও দিনই মাথাব্যথা ছিল না, তাই ভাবছিও না।” 


 

Around The Web

Trending News

You May like