Aajbikel

দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর প্রথম পোস্ট প্রথম স্ত্রী মীনাক্ষীর, কী লিখলেন...

 | 
minakhi

কলকাতা: প্রথম বিয়ে ভাঙার পর দিন কয়েক আগে ফের গাঁটছড়া বাঁধেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী আবার টলিউডের সঙ্গে জড়িত। তিনি টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী। নাম মোহর সেন। মোহরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কথা শুনতে হয়নি দুর্নিবারকে৷ খানিক হেনস্থাও হতে হয়েছে তাঁকে৷ তবে এত কিছুর মাঝে মুখে কুলুপ এঁটেছিলেন দুর্নিবারের প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে গায়কের দ্বিতীয় বিয়ের আগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। 

আরও পড়ুন- দিনেদুপুরে সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাড়িতে চুরি! খোয়া গেল নগদ ৭২ লক্ষ টাকা


সেই পোস্টে মীনাক্ষী লিখেছিলেন, “জীবনে রণবীর সিংকে আনতে হলে রণবীর কাপুরকে যেতে দিতে হবে।” তিনি যে এই পোস্টে পরোক্ষ ভাবে দুর্নিবারকেই খোঁচা দিয়েছিলেন, তা একপ্রকার ধরেই নিয়েছিল নেট দুনিয়া৷ তার পর ফের চুপ মীনাক্ষী। এত দিন পর ফের নিজের একটি ছবি পোস্ট করলেন মীনাক্ষী।

ওই ছবিতে দেখা গিয়েছে বারান্দার পাশে উদাসী চোখে তাকিয়ে রয়েছেন তিনি৷ ছবি যেন বলছে নতুন কিছুর অপেক্ষা৷ নিজের ওই ছবির উপরে মীনাক্ষী লিখলেন, “একটু বেশি পরিশ্রম করো, কারণ ওই পথে তেমন ভিড় নেই।” তাঁর ওই ছবির নানা কমেন্ট পড়েছে৷ গায়িকা ইমন চক্রবর্তী লিখেছেন, “তুমি ভালবাসার প্রতীক।” ইন্ডাস্ট্রিতে কানাঘুষো  দুর্নিবারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি প্রথম ইমনের বাড়িতেই গিয়েছিলেন মীনাক্ষী। দুর্নিবারের দ্বিতীয় বিয়ে যে ইন্ডাস্ট্রির অনেকেই ভাল ভাবে নেননি, সে কথাও কান পাতলে শোনা যায়। তাই গায়কের দ্বিতীয় বিয়েতে ইমন-সহ অনেক সঙ্গীতশিল্পীই ছিলেন অনুপস্থিত।
 

Around The Web

Trending News

You May like